কলকাতা কথকতা
পল্লবীর পর উঠতি মডেল বিদিশার আত্মহত্যা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ সপ্তাহ আগে) ২৬ মে ২০২২, বৃহস্পতিবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন

টেলি অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যুরহস্য ফিকে না হতে হতেই কলকাতার আরেক উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হলো নাগেরবাজারের ফ্ল্যাট থেকে। বিদিশা দে মজুমদার নামের এই মডেল একটি ছবিতেও অভিনয় করেছিলেন। আত্মঘাতী হলেও ঠিক পল্লবীর মতোই বিদিশার পরিবার অভিযোগ এনেছে তার বয়ফ্রেন্ড অনুভব বেড়ার বিরুদ্ধে। সম্পর্কের অবনতি হয়েছিল বিদিশা-অনুভবের। বিদিশার অভিযোগ ছিল, অনুভব অন্য অনেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। বিদিশার মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট মিলেছে, যাতে লেখা- ওকে ছাড়া বাঁচতে পারবো না। আজ বিদিশার দেহের ময়না তদন্ত হবে।
বিদিশার পরিবার অভিযোগ এনেছে যে অনুভব বিদিশাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। বিদিশা আদতে কাঁকিনাড়ার মেয়ে। এক বন্ধুর সঙ্গে ঘর শেয়ার করে দমদম নাগেরবাজার এর রামগড় এর ফ্ল্যাটে থাকতেন।