ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

ভারত

ত্রিপুরা-নাগাল্যান্ড বিজেপি’র, মেঘালয়ে ত্রিশঙ্কু, সাগরদীঘিতে পরাজিত তৃণমূল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

দিনভর টান টান উত্তেজনার পর বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা হলে দেখা যায় ত্রিপুরা ও নাগাল্যান্ড দখল করেছে বিজেপি ও তার সহযোগী দল।  কিন্তু, মেঘালয়ে কনরাড সংমার পিপিপি এবং তার সহযোগীরা  ম্যাজিক ফিগারে  পৌঁছাতে পারেনি।  তৃণমূল কংগ্রেস শুধু খাতাই খোলেনি মেঘালয়ে তারা এই রাজ্যে কিং মেকারও হতে পারে। তবে পিপিপি একক দল হিসেবে তৃণমূলের থেকে অনেক বেশি আসন পেয়েছে।  তবে, সব থেকে উল্লেখযোগ্য, ফলাফল হয় সাগরদীঘি উপনির্বাচনে। সেখানে তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দোপাধ্যায়কে ২৩ হাজারের বেশি ব্যবধানে হারিয়ে বাম সমর্থন নিয়ে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস জয়ী হন। তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই আসনটি খালি হয়। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাগরদীঘিতে তৃণমূল প্রথম, বিজেপি দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় হয়।  ব্যবসায়ী পরিবারের সন্তান বাইরণ প্রথমবার ভোটে নেমেই ইতিহাস সৃষ্টি করলেন। মুর্শিদাবাদে শুধু অধীর চৌধুরীকে পুনঃপ্রতিষ্ঠা নয়, তিনি বাম-কংগ্রেস মডেলেরও জন্ম দিলেন।

বিজ্ঞাপন
ভবিষ্যতে রাজ্যের নির্বাচনগুলিতে বাম - কংগ্রেস জোটের সম্ভাবনা সুগম হলো।   

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status