ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বিশালাকৃতির গ্রহাণু

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৫ মে ২০২২, বুধবার, ১:২৩ অপরাহ্ন

mzamin

পৃথিবীর দিকে ছুটে আসছে বিশালাকৃতির একটি গ্রহাণু। তবে এটি পৃথিবীকে আঘাত হানবে না। আগামি ২৭শে মে এটি আমাদের নীল গ্রহকে পাশ কাটিয়ে উড়ে যাবে। ‘৭৩৩৫’ নামের ওই গ্রহাণুটি তিন দশক ধরেই মহাকাশ পর্যবেক্ষকদের নজরে ছিল। এ খবর দিয়েছে বিজিআর। 

খবরে জানানো হয়, এটির আকৃতিতে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির তুলনায় ১০গুন বড় বা ১.৮ কিলোমিটার। পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় এটি প্রায় আড়াই মিলিয়ন মাইল দূরে অবস্থান করবে। এসময় এটির গতি থাকবে প্রতি ঘন্টায় ৪৭ হাজার ২০০ মাইল। ১৯৮৯ সালে প্রথম এটিকে আবিষ্কার করে মহাকাশ গবেষকরা। ক্যালিফোর্নিয়ার পালোমার অবজার্ভেটরি থেকে মহাকাশ বিজ্ঞানী গ্লো হেলিন এটি আবিষ্কার করেছিলেন। তখন থেকেই এটিকে নজরে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন
পৃথিবীর আশপাশ দিয়ে অতিক্রম করবে এমন ২৯ হাজারেরও বেশি বস্তু চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে একটি এই ৭৩৩৫। 

যেসব বস্তু পৃথিবীর ৩০ মিলিয়ন মাইলের মধ্য দিয়ে অতিক্রম করবে তাদেরকে ‘নিয়ার আর্থ অবজেক্ট’ হিসেবে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। বাস্তবে ৩০ মিলিয়ন মাইল অনেক মনে হলেও মহাকাশে এটি সামান্য এলাকা। সেখানে ৭৩৩৫ মাত্র ২.৫ মিলিয়ন মাইলের মধ্য দিয়ে অতিক্রম করবে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status