ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

সম্পোর্কন্নয়নের লক্ষ্যে ইসরাইল সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৫ মে ২০২২, বুধবার, ১০:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ অপরাহ্ন

mzamin

দুই দিনের সফরে ইসরাইল এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। এটি ১৫ বছর পর প্রথম কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইসরাইল সফর। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ উন্নত হচ্ছে ইসরাইল ও তুরস্কের মধ্যেকার সম্পর্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান একসময় ইসরাইলবিরোধী মনোভাব দেখালেও এখন তিনি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে নানা পদক্ষেপ নিচ্ছেন। সর্বশেষ তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইসরাইল সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার বার্তাই দিলো। 

জেরুজালেম পোস্টের খবরে জানানো হয়েছে, মঙ্গলবার ইসরাইলে অবতরণ করেন চাভুসগলু। বুধবার তিনি টেম্পল মাউন্ট এলাকা পরিদর্শনে যাবেন বলে কথা রয়েছে। সফরে তিনি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে ইংরেজিতে যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এছাড়া এই সফরে ফিলিস্তিনের রামাল্লাহ সফর করবেন চাভুসগলু। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। 

তিনি ইহুদি গণহত্যার স্মরণে নির্মিত ওয়ার্ল্ড হলোকাস্ট রিমেম্বারেন্স সেন্টার পরিদর্শন করবে।

বিজ্ঞাপন
এছাড়া, তুর্কি ইহুদি সম্প্রদায়ের আয়োজিত একটি অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে তার। এর আগে গত মার্চ মাসে তুরস্ক সফরে গিয়েছিলেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তাকে লাল গালিচা সংবর্ধনা দেয় তুরস্ক। বাজানো হয় ইসরাইলের জাতীয় সঙ্গীতও। সব মিলিয়ে ইসরাইলকে বন্ধু বানাতে তৎপর হয়ে উঠেছে তুরস্ক। বিশ্লেষকরা একে দেখছেন, পশ্চিমের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রথম পদক্ষেপ হিসেবে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status