ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কুড়িগ্রামে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ মাদক কর্মকর্তাদের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২৫ মে ২০২২, বুধবার
mzamin

কুড়িগ্রামের রাজারহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও অর্থ লুটসহ হয়রানি বন্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন রাজারহাট উপজেলা সদরের মেকুরটারী দালালী পাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জিয়াউর রহমান। সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করে শোনান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জিয়াউর রহমান এক সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এনিয়ে একাধিক মামলাসহ জেল খেটেছেন তিনি। এখন ছেলে-মেয়েরা বড় হয়ে যাওয়ায় মাদকের পথ থেকে তিনি সরে গেছেন। এখন ধান চাষ ও মৎস্য চাষ করে হালাল উপার্জনের পথ বেছে নিয়েছেন। কিন্তু জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা তাকে সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ দিচ্ছেন না। তারা বিভিন্ন মোবাইলে টাকা দাবি করে আসছেন। না হলে মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয়ভীতি দেখাচ্ছেন। গত সোমবার সকালে ফোন করে ২০ হাজার টাকা দাবি করলে টাকা দিতে অস্বীকৃতি জানান জিয়াউর রহমান।

বিজ্ঞাপন
পরে সকাল সাড়ে ৮টার দিকে ২ জন নারীসহ সাদা পোশাকের ১০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে বিছানার নিচে মাদক রেখে অপদস্থ করার চেষ্টা করে। এ সময় তার বিছানার নিচে রক্ষিত ২০ হাজার টাকা নিয়ে যায়। সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের মা, স্ত্রী ও ছেলে সঙ্গে ছিলেন।
বিষয়টি নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু জাফর জানান, গত সোমবার সকালে পুলিশসহ ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভিডিও ডকুমেন্ট করা হয়েছে। জিয়াউর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিজেকে আড়াল করতে এই ধরনের অপচেষ্টা করতে পারে। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া বেগম জানান, জিয়াউর সুস্থ জীবনে ফিরে আসতে চেষ্টা করছে। সে খাল-বিল লিজ নিয়ে মৎস্য চাষ করছে। জমি বর্গা নিয়ে চাষাবাদ করছে। তাকে ভালো হওয়ার সুযোগ করে দেয়া উচিত।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status