ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুষার, সম্পাদক বাশার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৫ মে ২০২২, বুধবার
mzamin

দেড় যুগেরও বেশি সময় পর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন পেলো। সভাপতি হিসেবে এডভোকেট আবু বক্কর সিদ্দিক খান তুষার এবং মো. আবুল বাশারকে সাধারণ সম্পাদক হিসেবে মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তিন বছর মেয়াদি জেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সম্পাদক আফজালুর রহমান বাবু। তাদের দু’জনের গতকাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 
এদিকে গতকাল সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা মানিকগঞ্জ জেলা কমিটি গঠনের কথা জানান। সর্বশেষ ২০০৩ সালে শাহ্‌ লিয়াকত আলী ভাণ্ডারীকে সভাপতি এবং হাবিবুর রহমান সেন্টু (মরহুম)কে সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘ ১৯ বছর পর মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নতুন কমিটি পেলো। এ বিষয়ে নবগঠিত মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বলেন- ‘সেবা, শান্তি, প্রগতি’ স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি। আমরা নতুন এই কমিটি তা বাস্তবায়ন করবো। জেলাতে ছাত্রলীগ করে আসা সক্রিয় ত্যাগী নেতাকর্মীরা এই পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে। এতে করে জেলার রাজনীতি আরও বেশি প্রাণবন্ত হবে।

বিজ্ঞাপন
আমরা সকলে মিলে স্বেচ্ছাসেবক লীগকে আরও শক্তিশালী করতে পারবো।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status