ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়ার পল্লী বাণিজ্যমেলায় জমজমাট অবৈধ লটারি

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে:
২৫ মে ২০২২, বুধবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত ৯ই মে উদ্বোধন হওয়া মাসব্যাপী পল্লী বাণিজ্যমেলায় অবৈধ লটারির জমজমাট ব্যবসা নিয়ে এখন সরব আলোচনা চলছে। পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলায় অনুরূপ লটারি প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলেও পাকুন্দিয়ায় আরও বেশি ঢাকঢোল পিটিয়ে লটারি অনুষ্ঠিত হচ্ছে। আর এই লটারি নামের প্রলোভনের ফাঁদে এখন পাকুন্দিয়ার মানুষ। অবৈধ লটারির পুরস্কারের আকর্ষণে গ্রামের গৃহিণী থেকে শুরু করে অভিভাবকের পকেট কাটছে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী। লাখ লাখ টাকার লটারির টিকিট বিক্রির মাধ্যমে আয়োজকরা লাভবান হলেও সর্বস্বান্ত হচ্ছে মানুষ। সবমিলিয়ে অবৈধ লটারির এ র‌্যাফেল ড্র হয়ে উঠেছে পাকুন্দিয়াসহ আশপাশ এলাকার মানুষের গলার কাঁটা।
এলাকাবাসী জানায়, প্রতিদিন গড়ে ২০০ অটোরিকশা দিয়ে গ্রামে গ্রামে ঘুরে গৃহিণী, স্কুল পড়ুয়া শিশু-কিশোর, কৃষক, দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আকর্ষণীয় পুরস্কারের র‌্যাফেল ড্রয়ের নামে লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। অটোরিকশায় করে টিকিট বিক্রির সময় কৌশল হিসেবে ২০ টাকা মূল্যমানের টিকিটকে মেলার প্রবেশ টিকিট হিসেবে বিক্রি করা হয়। অথচ একজনের কাছেই একাধিক এমনকি শতাধিক টিকিট পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। প্রতিটি অটোরিকশায় মাইক লাগিয়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ টিকিট বিক্রি চলে। উচ্চস্বরের এই মাইকিংয়ে এখন শব্দ দূষণের কবলে উপজেলাবাসী।

বিজ্ঞাপন
এভাবে টিকিট বিক্রি করে এ অঞ্চলের মানুষের কাছ থেকে অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অনেকেই ধারণা দিয়েছেন। এ ছাড়া এ পল্লী বাণিজ্যমেলার বিনোদন নামে অন্যরকম আয়োজনের টানে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে মগ্ন থাকছে নিষিদ্ধ আকর্ষণে। সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা থাকলেও তাদের পড়ার টেবিলের বদলে বাণিজ্যমেলার বিনোদনই টানছে বেশি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ পল্লী বাণিজ্যমেলা চলছে। প্রতিদিনের টিকিটের ওপর অনুষ্ঠিত র‌্যাফেল ড্র ফেসবুকে লাইভ পর্যন্ত করা হয়। তবে অবৈধ এ লটারির দায় নিতে নারাজ পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ। তার দাবি, লটারি আয়োজনের সঙ্গে বণিক সমিতির সম্পৃক্ততা নেই। এটি ঢাকা-নরসিংদী থেকে আসা অন্যরা করে। ওমর ফারুক মজলিশ বলেন, মেলার প্রবেশ টিকিটের ওপর র‌্যাফেল ড্র করে পুরস্কার দেয়া হয়। তাই যারা টিকিট কেটে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন, তারাই এ র‌্যাফেল ড্রতে অংশ নিচ্ছেন।
এ ব্যাপারে গতকাল বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মানবজমিনকে বলেন, আমরা মেলার অনুমতি দিয়েছি। কিন্তু কোনো ধরনের লটারির অনুমতি দেইনি। কটিয়াদীতে লটারি বন্ধ করার পর পাকুন্দিয়াতেও লটারি বন্ধ করার নির্দেশ দিয়েছি। এরপরও লটারি হয়ে থাকলে, ইউএনওকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলবো।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status