ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

দোয়ারাবাজারে খেলতে গিয়ে ঝলসে গেল দুই শিশুর চোখ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৫ মে ২০২২, বুধবার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে ইউটিউব দেখে বিষ্ফোরক বানাতে গিয়ে ঝলসে গেছে দুই শিশুর চোখ। এই ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।
গত সোমবার দুপুরে ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফারুক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলো- কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম (৯), সাইমা বেগম (৭) ও গৌছ আলীর মেয়ে নুহা ওরফে রূপা বেগম (৭)। আহত তিন শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে ফারুক মিয়ার ভাই কর্ণাল মিয়ার শিশুপুত্র আরিফ আহমদ বসতঘর থেকে গোলাকার একটি বস্তু এনে সুরমা নদীর পাড়ে বিষ্ফোরণ ঘটায়। এ সময় তার পাশে থাকা সাইদা বেগম, সাইমা বেগম ও নুহা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই তিন শিশু চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা। তাদের মধ্যে সাইদা ও সাইমার অবস্থা গুরুতর। আহত ৩ শিশুকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাইদা ও সাইমার পিতা আব্দুল আজিজ বলেন, কর্ণালের ছেলে আরিফ ঘর থেকে বোমার মতো একটি জিনিস এনে ফাটায়। বিষ্ফোরণে আমার দুই মেয়েসহ ৩ শিশু আহত হয়। রোববার দিবাগত রাতেও কর্ণালের বাড়িতে বিষ্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন
আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ বলেন, এ ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। ইউটিউব দেখে বাচ্চারা বোতলে চুন ও চুল দিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক  প্রতিপক্ষ নানা অপপ্রচার করে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনসহ এলাকাবাসী ঘটনা সবই জানেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ প্রতিকার চাইলে আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status