ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পুলিশ কর্মকর্তার পরিচয়ে পৌর কাউন্সিলরের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৫ মে ২০২২, বুধবার

পুলিশ কর্মকর্তার ভুয়া পরিচয়ে শ্রীমঙ্গল পৌরসভার এক কাউন্সিলরের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া গতকাল শ্রীমঙ্গল থানায় জিডি করেছেন। 
জানা গেছে, গত সোমবার রাতে ভানুগাছ সড়কের ১০নং এলাকায় একটি সংঘর্ষের ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত পরিচয়ে এক ব্যক্তি পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুকে ফোন করেন। এ সময় তিনি গত রাতের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে একজন কাউন্সিলরকে থানায় যোগাযোগ করতে বলেন। তা না হলে আসামিদের চালান করে দেয়া হবে। পরে মেয়র পৌর কাউন্সিলর আলকাছ মিয়াকে থানায় পাঠান।
এরপর পৌর মেয়র মো. মহসিন মিয়া কাউন্সিলর আলকাছ মিয়ার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, থানায় যাওয়ার পথে একই ফোন নম্বর থেকে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) পরিচয়ে এক ব্যক্তি তার কাছ থেকে ৫ হাজার টাকা বিকাশে গ্রহণ করে। শ্রীমঙ্গল থানায় গিয়ে ওই নম্বরে ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা নিয়ে শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করা হলে, কর্তব্যরত ডিউটি অফিসার এস আই আমিনুল ইসলাম বলেন, গতকাল সকালে মৌলভীবাজার ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি থানায় আসামিদের তালিকা ও স্বজনদের ফোন নম্বর চান। লোকটির কথা বার্তায় এস আই আমিনুল ইসলামের সন্দেহ হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া তালিকা দেয়া যাবে না বলে জানিয়ে দেন। এ সময় লোকটি বলেন, আমি ফোনে আছি এখনই জানান। এতে এস আই আমিনুল পরে জানাবেন বলে ফোনের সংযোগ কেটে দেন।
এরপর এস আই আমিনুল ইসলাম সঙ্গে সঙ্গে কাউন্সিলর আলকাছ মিয়াকে ফোন দিয়ে ডিবি পুলিশের পরিচয়ে কোন ব্যক্তি টাকা পয়সা দাবি করলে না দেয়ার জন্য সতর্ক করেন। 
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, এটি কোনো সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ হতে পারে।

বিজ্ঞাপন
চক্রটিকে ধরতে তথ্য প্রযুক্তির সাহায্য নেয়া হচ্ছে বলে তিনি জানান।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status