ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

নাগরিক ঐক্যের সঙ্গে বিএনপি'র বৈঠক

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৪ মে ২০২২, মঙ্গলবার, ৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২১ পূর্বাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করেছে বিএনপি। আজ মঙ্গললবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এ সংলাপ অুনষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপি চলা এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন সদস্যের প্রতিনিধি অংশ নেন।

বৈঠক শেষে বের সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাদেরকে আজকে আমি দুপুরের সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছি যে, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য, দেশের মানুষের যে অধিকার গুলো হারিয়ে গেছে তাদের ভোটের অধিকার, বেঁচে থাকবার অধিকার, কাজের বিচার পাওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, তাদের কল্যাণের অধিকার আজকের এই ফ্যাসিস্ট সরকার অধিকারগুলো হরণ করেছে এই বিষয়গুলোকে ফিরে পাওয়ার জন্য তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের একটি সরকার গঠন করার জন্য বৃহত্তর আন্দোলনের কথা ভেবে ইতিপূর্বে অনানুষ্ঠানিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি যুক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য এখন আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি।

তিনি বলেন, আজকে দেশের মানুষ আশা করে আছে যে, বিরোধী রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যের মধ্যে এই সরকারের বিরুদ্ধে একটা সফল কার্যকরী আন্দোলন গড়ে তুলতে সক্ষম হবে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরিবর্তন হবে সেই পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং পার্লামেন্ট গঠন হবে। সেই লক্ষ্যে আমরা কথা বলেছি। আমরা এখনও কথা বলছি অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলব। অতি দ্রুত তাদের সঙ্গে কথা আলোচনা শেষ করে আমরা আশা করছি একটা যৌথভাবে আন্দোলনের সূচনা করতে পারব। এবং আশা করি খুব শিগগিরই আমরা এই কাজটা করতে পারব।

বিএনপি মহাসচিব বলেন, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তার মূল বিষয় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। প্রধান বিষয় একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে একটা সরকার নিরপেক্ষ হবে। আলোচনা করেছি, তারপরের নির্বাচন কমিশন পরিবর্তনের মধ্য দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলগুলোকে নিয়ে একটি মতামতের ভিত্তিতে সরকার গঠন করা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন যে একটা জাতীয় সরকার গঠন করা হবে।

বিজ্ঞাপন
আরেকটি প্রধান বিষয় পক্ষথেকে যা আছে তাতে উনিও (মান্না) একমত হয়েছেন, তিনি বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে, তার মুক্তি। শুধু আমরা নই দেশের বেশিরভাগ বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে মিথ্যা মামলা, গায়েবি মামলা এবং আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি মামলাগুলো প্রত্যাহার এই যে নির্যাতন-নিপীড়ন চলছে এগুলোকে বন্ধ করা।

মির্জা ফখরুল বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে এবং একটি কার্যকরী হয়েছে আমরা আশা করছি এই আলোচনার রেশ ধরে বাকি দলগুলোর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে। আমরা আশা করছি অতি দ্রুত একটা সত্যিকার অর্থে আন্দোলন নিয়ে জনগণের সামনে প্রস্তুত হতে পারব।'

এসময় মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের পরিবর্তণের আকাঙ্ক্ষার বিপরীতে একটা আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করা দরকার, তা নিয়ে বিস্তারিত না হলেও মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। একটি বিষয়ে আমরা একমত যে, এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়, নির্দলীয় সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরা লড়াই করব। বৈঠকের শুরুতেই আমরা সেই বিষয়ে কথা বলেছি। এটাই ছিল আলোচনার ভিত্তি। আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে দলগুলোর বোঝাপড়ার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, নির্বাহী সদস্য জহির উদ্দিন স্বপন অংশ নেন। অন্যদিকে মান্নার সঙ্গে নাগরিক ঐক্যর উপদেষ্টা পরিষদের সদস্য এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মোফাখরুল ইসলাম নবাব, জিল্লুর চৌধুরী দীপু, যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আবু জাহেদ মোহাম্মদ সারওয়ার, আনিসুর রহমান খসরু, মাহবুব মুকুল, মনজুর কাদের, এস এম এ কবির হাসান, আবু তালেব দেওয়ান, মুহিদুজ্জামান মুহিদ, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ বৈঠকে অংশ নেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status