শিক্ষাঙ্গন
শাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ পূর্বাহ্ন

র্যাগিংয়ের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই পাঁচ শিক্ষার্থীর হলের সিট বাতিলেরও প্রক্রিয়া চলছে। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা সবাই ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চার-পাঁচজন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগ দেয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন। পরে অভিযোগটি রেজিস্ট্রার হয়ে ভিসির কাছে দেয়া হয়েছে। এরপর এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন বিভাগের পাঁচজনকে শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে অভিযুক্ত পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁদের হলের আসন বাতিলের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, ২০শে ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ওই হলের ১১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে একই বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগ দেন।