ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

সাংবাদিক কামরুন্নাহার শোভা ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৪ মে ২০২২, মঙ্গলবার, ৬:০৯ অপরাহ্ন

mzamin

জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এর সদস্য কামরুন্নাহার শোভা ও তার পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএইচআরএফ। 
মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিএইচআরএফ’র  সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যসহ অন্যান্য সাংবাদিকেরা। 
মানববন্ধনে বক্তারা মিথ্যা মামলায় সাংবাদিক পরিবারকে হয়রানি ও একজন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত, হ্যান্ডকাফ পরানো ও গালাগালি করায় কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা, ওসি তদন্ত মিজান, এসআই তানভীরসহ সেই ভূমিদস্যু অপরাধিচক্রের বিচার দাবি করেন। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। 
মানববন্ধনে অংশ নিয়ে কামরুন্নাহার শোভা বলেন, একজন এসপির আমল থেকে গাজীপুরে ২০১৮ সাল থেকে আমাদের নামে গরু চুরি, মুরগি চুরি, চাঁদাবাজি, লুটপাট, ছিনতাইয়ের মামলা দেয়া হচ্ছে একই ধরনের কথা লিখে। এই নিয়ে একই স্ক্রিপ্টে তিনটি মামলা হলো। এই অপরাধি চক্র কিভাবে পুলিশের সহায়তা নিয়ে মিথ্যা মামলা দেয়। পুলিশ বলে উপরমহলের চাপ। তারা কারা? এতে কি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় না?
মানববন্ধনে বিএইচআরএফ’র সভাপতি রাশেদ রাব্বি বলেন, আমরা বিষ্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম একজন সাংবাদিক যখন তার অফিসে কর্মরত, তখন ঢাকা শহরের বাইরে, একটি জেলার একটি থানায় তার বিরুদ্ধে মামলা হলো। তিনি মুরগি, গরু, টিন চুরির মামলায় আসামি হলেন। শুধু মামলা দেয়া হলো তাই নয়, তার পরিবারের সদস্যদের হেনস্তা করা হলো। ৮০ বছর বয়সী একজন প্রবীণ শিক্ষককে গ্রেপ্তার করে নাজেহাল করা হলো।
আমরা সাংবাদিকেরা দেশের সব শ্রেণী পেশার মানুষের সুখ-দুঃখ তুলে ধরি।

বিজ্ঞাপন
কিন্তু আমরা যখন জটিলতায় পড়ি, নির্যাতেনের শিকার হই, আমাদের কথা বলার কেউ থাকেনা‘
রাশেদ রাব্বি আরও বলেন, যে খামার থেকে মুরগি চুরির কথা বলা হয়েছে, সেখানে কোন খামার নেই, আরো যেসব বর্ণনা দেয়া হয়েছে তার কিছুই নেই, তাহলে একজন ওসি কিভাবে সাংবাদিক পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের নির্দেশ দিলেন?  আমি ওই ওসি ও তার সহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে রাশেদ রাব্বি বলেন, ওই থানায় কি হয়েছে। এই মামলায় কারা সংশ্লিষ্ট আছেন তা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে তদন্ত করা হোক। একজন সিনিয়র সাংবাদিকের পরিবারকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে-তার বিচার আপনার কাছে চাচ্ছি। এই সিনিয়র সাংবাদিক ও তার পরিবারকে যেনো আর কোন হয়রানির শিকার হতে না হয় সে দাবি আপনার কাছে জানাচ্ছি। অন্যথায় প্রয়োজনে এর সুরাহার জন্য আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবো। 
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ বলেন, পত্রিকার রিপোর্ট অনুযায়ী ওসি নিজেই স্বীকার করেছেন মামলার এজাহারে সব সত্যি কথা লেখা হয়না, তার এ কথা থেকে বোঝা যাচ্ছে মামলাটি মিথ্যা। এবং এ ধরণেল মিথ্যা মামলা আগেও হয়েছে। দীর্ঘদিন থেকে কামরুন্নাহার শোভা আপার পরিবারকে হয়রানি করা হচ্ছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে অতিদ্রুত এসব মিথ্যা মামলার প্রত্যাহার চায় ও হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মোবারক বলেন, দেশের বিভিন্ন আদালতে এখন ৪০ লাখ মামলা ঝুলে আছে। এ ধরনের মিথ্যে মামলার কারণে মামলার জট বাড়ছে। সরকারের প্রতি অনুরোধ এ ধরনের মিথ্যে মামলার সংখ্যা আর বাড়াবেন না।  
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বলেন, সাংবাদিক পরিবারের বিরুদ্ধে এ হয়রানি অমানবিক। সাংবাদিক পরিবারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।   
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status