খেলা
সানির ৭ বছরে ‘প্রথম’
স্পোর্টস রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
দলের শেষ ম্যাচে আলো কাড়লেন আরাফাত সানি। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। ৭ বছরের বেশি সময় পর ইনিংসে চার উইকেটের স্বাদ পেলেন সানি। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের হয়ে ৪ ওভারের স্পেলে সানি দেন মাত্রই ২২ রান। দীর্ঘ বিপিএল ক্যারিয়ারে ৮৩ ম্যাচ খেলে আগে একবারই ৪ উইকেট নিতে পেরেছিলেন সানি। ২০১৫ সালের ডিসেম্বরে এই মিরপুরেই রংপুর রাইডার্সের হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন তিনি সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচে। এই সংস্করণে অবশ্য এক দফায় ৫ উইকেটের স্বাদও তিনি পেয়েছেন। তবে সেটি বিপিএলে নয়। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের ক্রিকেটে ঢাকা মেট্রোপলিসের হয়ে বগুড়ায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি ৪ ওভারে ৪২ রান দিয়ে। ২০ ওভারের ক্রিকেটে নতুন বলে বোলিংয়ে এমনিতে বিশেষজ্ঞ মনে করা হয় সানিকে।