বিনোদন
চুরির গল্পে তারা
স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
ছোট পর্দায় দুই তারকা তৌসিফ মাহবুব এবং কেয়া পায়েল। এবার নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। নাম ‘ফিটিং ইসমাইল’। যেখানে ইসমাইল চরিত্রে অভিনয় করা তৌসিফ একজন পেশাদার চোর এবং শুধু পেশায় বললে ভুল হবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চুরিটাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছে সে। নাটকটিতে তৌসিফের বিপরীতে আছেন কেয়া পায়েল। ইব্রাহীম চৌধুরী আকিব ও মজুমদার শিমুলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। ইসমাইলের গার্লফ্রেন্ড বিউটি। যে আবার ইসমাইলের চুরির পেশাকে একদমই মেনে নিতে চায় না। নাটকটির গল্প চোর ও চুরি নিয়ে। তবে এতে বেশ পজেটিভ বার্তা রয়েছে।
বিজ্ঞাপন