ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

রাজশাহীতে বিভাগীয় সমাবেশে মির্জা আব্বাস

টোকা দিয়ে সরকারকে ফেলবো না ভোটের মাধ্যমে স্বৈরাচারের পতন হবে

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমাকে ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমাবেশের আগে গ্রেপ্তার করা হয়েছিল। কেন গ্রেপ্তার হলাম জানি না। এই গ্রেপ্তার ক্ষমতায় টিকে থাকতে। ওরা ভয় পেয়েছিল যদি ১২/১৩ লাখ নেতাকর্মী ঢাকার রাস্তায় বসে যায় তখন কী হবে? আমরা টোকা বা ধাক্কা দিয়ে কোনো সরকারকে ফেলতে চাই না। আমরা বুঝি নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হবে। সে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। স্বৈরাচারী সরকারের পতন ঘটবে।
শনিবার বিকালে নগরীর সোনাদীঘি তিন রাস্তার মোড়ে বিএনপি’র বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ডাকা এই সমাবেশস্থলে মির্জা আব্বাস পৌনে ৪টায় এসে পৌঁছান। 
তিনি বলেন, আমাদের সেøাগান শুনলে আওয়ামী লীগের বুকে কম্পন ওঠে। আমরা যখন রাস্তায় হাঁটি তখন ওরা বলে বিএনপি’র এটা মরণযাত্রা। তাদেরকে বলতে চাই এই শোভাযাত্রা আওয়ামী লীগের অগ্রিম শবযাত্রা।

বিজ্ঞাপন
ওরা রাজশাহীতে সমাবেশ করে বলেছে রাজশাহী আওয়ামী লীগের ঘাঁটি হয়ে গেছে। ওদের কথা শুনে হাসি। রাজশাহীতে অনেক আগে থেকে বিএনপি’র ঘাঁটি। নিরপেক্ষ ভোট দেন, দেখবেন রাজশাহী না সারা দেশ বিএনপি’র ঘাঁটিতে পরিণত হয়েছে। 
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের ভোটের দরকার নাই। এরা এখন আর জনগণের দিকে তাকায় না। জনগণের চেহারা দেখলে এভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াতে পারতো না। আজকে দেশে ডলার সংকট দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধ কিনতে পারছে না। ক’দিন আগে চট্টগ্রামে ৩টি জাহাজ আটকে ছিল। পণ্য নামাতে পারেনি ডলারের কারণে। বিএনপি’র আমলে ডলারের দাম যেখানে ৬৫ টাকা ছিল তা একশ টাকা অতিক্রম করেছে। কখনো কখনো ডলার ১২০ টাকাতে কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে। 
মির্জা আব্বাস বলেন, ওরা প্রশ্ন তোলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কীভাবে বিদেশে থেকে দল চালাচ্ছে? নেলসন ম্যান্ডেলা, ইরানের আয়াতুল্লাহ্ খোমেনী ফ্রান্স থেকে কীভাবে দেশ চালিয়েছে? তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা দেশে বিভাগীয় শহরে বিএনপি সমাবেশ করছে। 
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী জামায়াতের দাবি ছিল। আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন, চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। ওরা এখন কোর্টের রায়ের কথা বলে। কোর্টের রায়ে রাজনীতি চলতে পারে না। জনগণ কীভাবে চলবে তা কোর্টের রয়ে নির্ধারণ করতে পারে না। সরকার সংবিধানের কাটাছেঁড়া করতে করতে এমন জায়গায় এসে দাঁড়িয়াছে যে তারা নিজেরাই আর তা রিপিয়ার করতে পারছে না। সবশেষে তিনি ১০ দফা উপস্থাপন করেন। 
প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর মাটিতে ঊনসত্তরে ড. জোহা আমার বড় নুরুল ইসলাম শহীদ হয়েছে। ২৯ তারিখ দেখলাম দেশের ঘৃণিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১৯ মিনিট বক্তব্যের ১৭ মিনিটই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বিষোদগার করে গেছেন। আমি যে সড়ক উদ্বোধন করেছিলাম তা তিনি উদ্বোধন করে গেছেন। বিএনপি’র আমলে শুরু হওয়া একাধিক প্রকল্প তিনি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। ৩২-৩৩ কোটি ব্যয়ে আওয়ামী লীগ মিটিং করেছে। হাইব্রিডদের সেই মিটিং রাজশাহীর মানুষ প্রত্যাখ্যান করেছে। 
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিঞা, হাবিবুর রহমান ও অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এমএ লতিফ খান, এডভোকেট শাহীন শওকত খালেক, বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন/ যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status