ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

নির্বাচনী পোস্টার ছেড়ার জন্য ১০০০ ডলার জরিমানা

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৪:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫২ পূর্বাহ্ন

mzamin

নির্বাচনের পোস্টার ছেড়ার কারণে সিঙ্গাপুরে এক ব্যক্তিকে ১০০০ সিঙ্গাপুরী ডলার জরিমানা করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে প্রোগ্রেস সিঙ্গাপুর পার্টি (পিএসপি) নির্বাচনী পোস্টার লাগায়। কিন্তু ৫৩ বছর বয়সী কন্সটান্টিন পল তা ছিড়ে ফেলেন। এটা শনাক্ত করতে ছেড়া পোস্টারে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আর যায় কোথা! সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, বিচার। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, দেশটির পার্লামেন্টারি ইলেকশন অ্যাক্টের অধীনে মঙ্গলবার ওই ব্যক্তিকে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা করা হয়েছে। প্রসিকিউশন থেকে বলা হয়েছে, ২০২০ সালের ৩০শে জুন স্থানীয় সময় রাত আটটার দিকে বুকিত বাটোক ইস্ট এভিনিউ ৫ দিয়ে বাইসাইকেল চালাচ্ছিলেন কন্সটান্টিন পল। এ সময় তার চোখ পড়ে একটি ল্যাম্পপেস্টে পিএসপির পোস্টার। ডেপুটি পাবলিক প্রসিকিউটর সেলেনে ইয়াপ আদালতে বলেছেন, কন্সটান্টিন পল তার বাইসাইকেল থেকে নেমে ওই পোস্টার ছিড়ে ফেলেন।

বিজ্ঞাপন
তিনি প্রথমে পোস্টারটি ছিড়ে ফেলে তা দলা পাকায় এবং মাটিতে ছুড়ে মারে। তারপর ঘটনাস্থল ত্যাগ করে। ওদিকে ১লা জুলাই স্থানীয় সময় রাত একটা ৫০ মিনিটের দিকে ওই এলাকায় টহল দিচ্ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। তিনি ছেড়া ওই পোস্টার দেখতে পান। 

ছেড়া পোস্টার নিয়ে ফরেন্সিক পরীক্ষা করা হয়। এতে পাওয়া যায় কন্সটান্টিন পলের আঙ্গুলের ছাপ। ক্লোজড-সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এরপর একইদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতকে সর্বোচ্চ ১০০০ ডলার জরিমানা করার জন্য আর্জি জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইয়াপ। এ সময় তিনি আদালতে বলেন, নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচনের পোস্টার। এর মাধ্যমে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিচিত হয় মানুষ। গণতন্ত্রে এর মূল্য অনেক। তাই অভিযুক্ত ব্যক্তি নির্বাচনী পোস্টার ছিড়ে যে ক্ষতি করেছেন তা অর্থ দিয়ে পূরণ হওয়ার নয়। এর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমকে খর্ব করা হয়েছে। 

এছাড়া ২০২০ সালের নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টির পোস্টারের ক্ষতি করার কারণে ফেব্রুয়ারিতে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে সর্বোচ্চ ১০০০ ডলার জরিমানা করা হয়।  এ ঘটনায় অভিযুক্ত লিম সং হুয়াট নির্বাচনের এক সপ্তাহ আগে ওই বছরের ৩রা জুলাই তার অপরাধের কথা স্বীকার করেন। পার্লামেন্টারি ইলেকশন অ্যাক্টের অধীনে আইন ভঙ্গ করলে অপরাধীকে এক বছরের জেল বা সর্বোচ্চ ১০০০ ডলার জরিমানা করা যেতে পারে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status