ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রায়গঞ্জে ফসলি জমিতে কারখানা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

: রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামে কতিপয় প্রভাবশালী ব্যক্তি ঘনবসতি সংলগ্ন তিন ফসলি জমিতে অবৈধভাবে শিল্প কারখানা স্থাপন ও পুকুর খননের কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১১টায় এ ব্যাপারে রায়গঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার কৃষকরা। এ সময় তাদের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন চান্দাইকোনা গ্রামের বাসিন্দা এসএম সোহাগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, জহুরুল ইসলাম, ছামিদুল ইসলাম, আবু ওয়াহেদ সরকার, রঞ্জন আকন্দ, জাহাদ আকন্দ প্রমুখ। অভিযোগে বলা হয়, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের আনোয়ারুল ইসলাম সরকারসহ মোট ১৩ জন বিত্তবান প্রভাবশালী ব্যক্তি দলবদ্ধ হয়ে অভিযোগকারীদের তিন ফসলি জমি ও বসতবাড়ির অদূরে অটো রাইস মিল স্থাপন ও পুকুর খননের কাজ করছেন। ঘটনাস্থলের কাছেই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী বিদ্যুতের চান্দাইকোনা সাব-স্টেশন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ ভবন ও বেশকয়েকটি বসতবাড়ি অবস্থিত। ওই স্থানে পুকুর খনন ও অটো রাইস মিল স্থাপন করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াসহ কারখানার নির্গত ধোঁয়া, বর্জ্য ও উড়ন্ত ছাইয়ে নিকটবর্তী জমির ফসলহানিসহ পরিবেশ বিনষ্ট হবে। ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে যাতায়াতকারী লোকজন ও বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হবে। এ ছাড়াও এলাকার বসতবাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে এলাকাবাসী শঙ্কিত। সম্মেলনে উপস্থিত কৃষক ও এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status