ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

স্বতন্ত্র প্রার্থী আসিফ নিখোঁজ মাঠ ছাড়া কর্মী-সমর্থকরা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার
mzamin

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। আর এক সপ্তাহ ধরে নির্বাচনী মাঠ ছাড়া আসিফের কর্মী-সমর্থকরা। ভোটারদের কাছে যেতে পারছেন না আসিফের কোনো কর্মী। আসিফের স্ত্রীকে মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগও উঠেছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন  আসিফের পারিবারিক সূত্র। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আসিফ ৭৮-৮০ ভাগ ভোট পেয়ে জয়লাভ করবেন।  পারিবারিক সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী আসিফ গত ৭-৮ দিন পূর্ব থেকেই চাপে ছিলেন। এরই মাঝে তার প্রধান কর্মী মুসা (৮০)কে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই নিখোঁজ হন তার নির্বাচনের সমন্বয়কারী শাফায়েত সুমন। এরপর থেকেই অস্বস্তিতে ছিলেন আসিফের নির্বাচনী মাঠের সকল কর্মী-সমর্থকরা।

বিজ্ঞাপন
বাসভবনের চারিদিকে দিন-রাত বসে থাকেন অপরিচিত লোকজন। আসিফের কর্মীরা কোথায় যায়? বাসায় কে আসলো? বাসা থেকে কে গেল? এইসব দেখেন। আবার ছবিও তুলেন। 

আসিফের স্ত্রী গোপনে নির্বাচনী প্রচারণা করতে গিয়েও বিপাকে পড়েন। পরিবারের সদস্য থেকে শুরু মাঠের কর্মীরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। গত শুক্রবার থেকে নিখোঁজ হয়ে গেছেন প্রার্থী আসিফ আহমেদ। পরিবারের সদস্যরা ভীত-সন্ত্রস্ততার মধ্যে বিষয়গুলো জানিয়েছেন। তবে আসিফ নিখোঁজের বিষয়টি এখনো থানায় জিডি করেননি তার পরিবার।   আসিফের ভাগিনা পরিচয় দিয়ে ইমন (২৫) নামের এক যুবক মুঠোফোনে জানায়, প্রচারণা করার সময় মামা (আসিফ)কে কিছু লোক হুমকি-ধমকি দিয়েছেন। ভয়ে তিনি দ্রুত চলে এসেছেন। গত শুক্রবার থেকে তো মামাকে পাওয়াই যাচ্ছে না। নির্বাচনী এলাকার সর্বত্রই আমাদের কর্র্মীরা মাঠে নামতে পারছেন না। অনেকে ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এভাবে নির্বাচন হতে পারে? একজন প্রার্থী নির্বাচনী মাঠে কাজ করতে পারবেন না। এটা কেমন নির্বাচন? খুবই যন্ত্রণায় আছি।  আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস বলেন, আমরা এমন অভিযোগ এখনো পায়নি। তারা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নিবো।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status