ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

হেলমেট ছুড়ে মেরে শাস্তি পেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার
mzamin

দারুণ এক ফিফটি হাঁকিয়ে শনিবার আসরে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে পৌঁছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একই ম্যাচে ভিন্ন ঘটনার কারণে আলোচনায় সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার। শৃঙ্খলাজনিত কারণে শাস্তি পেলেন শান্ত। আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটারকে। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে সিলেটের ম্যাচের ঘটনা। বাঁহাতি স্পিনার নিহাদউজ্জামানের টানা দুই বলে চার ও ছক্কা মারার পর ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান শান্ত। পরে মাঠের সীমানা দড়ি পেরিয়ে ডাগআউটের সামনে গিয়ে সজোরে মাটিতে ছুড়ে মারেন হেলমেট। দুই দিকে ছিটকে পড়ে তার হেলমেটের দুই অংশ। ছিটকে যায় তার হাতের ব্যাটও।
ম্যাচ শেষে বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় শান্তর বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে, ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান কিংবা অপব্যবহার। আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল শাস্তির ঘোষণা দেন। শান্ত তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বিজ্ঞাপন
এবারের বিপিএলে শান্তর এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তা রূপ নেবে সাসপেনশন পয়েন্টে। তখন নিষিদ্ধ হতে হবে এক ম্যাচের জন্য।
৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলে এ দিন ম্যান অব দা ম্যাচের পুরস্কার পান শান্ত। টুর্নামেন্টের রান স্কোরারের তালিকায়ও শীর্ষে উঠে যান তিনি। আসরে ৯ ম্যাচে তার সংগ্রহ ৩৫০ রান। আট ম্যাচে ৩০৬ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন ৭ উইকেটের জয়ে তার দলও উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ সিলেটের। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল।
শান্তর ব্যাটিংয়ে মুগ্ধ বার্ল

এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলছেন রায়ান বার্ল। খুলনা টাইগার্সের বিপক্ষে জয় শেষে শ্নাতর প্রশংসায় পঞ্চমুখ জিম্বাবুইয়ান অলরাউন্ডার বলেন, ‘অসাধারণ, অসাধারণ খেলেছে সে (শান্ত)। পাওয়ার প্লেতে সে যেভাবে শুরু করেছে, এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতাম না আমরা। সব কৃতিত্ব তার। ক্লাসি, স্টাইলিশ আরও যত কথা আছে, বলতে পারেন ইনিংসটি নিয়ে। দারুণ ইনিংস ছিল।’ 
উইকেটে যাওয়ার পর চট্টগ্রামের বোলারদের তুলাধুনা শুরু করতে খুব একটা সময় নেননি বার্ল। সিলেটের জয় নিয়ে সংশয় যেটুকু ছিল, তা মুছে যায় নিমিষেই। পরে তিনি বলেন, পাল্টা আক্রমণের পরিকল্পনা নিয়েই তিনি উইকেটে গিয়েছিলেন। বার্ল বলেন, ‘‘শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হতো। পানি পানের বিরতির সময় কোচরা এসে বললেন, ‘তুমি কাজ শেষ করে আসো। আমরা জানি তুমি পারবে।’ আমি বললাম, ‘আমি যতটা সম্ভব আগ্রাসী থাকার চেষ্টা করতে চাই। (প্রয়োজনীয়) রান রেট কমাতে চাই। শেষের দিকের জন্য বা ১৮-১৯ ওভারের জন্য ফেলে রাখতে চাই না।’ শেষ পর্যন্ত যা হয়েছে, তাতে আমি খুশি।” 
এদিন ১৬ বলে হার না মানা ৪১ রানের টর্নেডো ইনিংস খেলেন রায়ান বার্ল। হাঁকান ৪টি চার ও তিনটি ছক্কা। আর ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহীম। শেষ পর্যন্ত সিলেট ম্যাচটি দুই ওভার বাকি থাকতেই জিতে নেয়।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status