ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

দেরিতে আসছে ইংল্যান্ড বাতিল প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার
mzamin

পরিবর্তন এসেছে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সূচিতে। নতুন সূচি অনুযায়ী ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। এ ছাড়া দুই বোর্ডের সমঝোতায় বাতিল হয়েছে দুটি প্রস্তুতি ম্যাচও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব নির্ধারিত সূচিতে ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। এরপর সিলেটে ২৪ ও ২৬শে ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতেই ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংলিশরা। সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন,  ‘ইংল্যান্ড ২০শে ফেব্রুয়ারি আসছে না। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় তারা ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে। এ ছাড়া সূচিতে আর কোনো পরিবর্তন আসেনি।

বিজ্ঞাপন
১লা মার্চ থেকে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজটি।’ 
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১লা মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩রা মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ই মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ই মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। ১২ ও ১৪ই মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে বলে রাখা প্রয়োজন যে, দুই দল এবারই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। এদিকে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়া নিয়ে রোববার গণমাধ্যমকে বিসিবির প্রধাণ নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষক পাঠিয়ে থাকে। এবারও এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন, ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন ঢাকা ও চট্টগ্রামে। আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম যেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে, কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না। ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড দল। সেবার সফরকারীদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র হয় ১-১এ। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status