ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লা লিগায় শীর্ষস্থান মজবুত বার্সার

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার

অসাধারণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শেষ ১৩ ম্যাচে ১২ জয় ব্লাউগ্রানাদের। হার নেই একটিও। টানা ৮ জয়ে উড়তে থাকা কাতালানরা রয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষে। সবশেষ ম্যাচেও জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। শনিবার মন্তিল্লিভি স্টেডিয়ামে স্বাগতিক জিরোনা এফসিকে ১-০ গোলে হারায় বার্সা। এই জয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো নীল-মেরুনরা। লা লিগায় ১৮ ম্যাচে ১৫ জয় ও ১ হারে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিলো ব্লাউগ্রানারা। ১৭ ম্যাচে ১৩ জয় ও ২ হারে ৪১ পয়েন্ট লস ব্লাঙ্কোদের।

বিজ্ঞাপন
এই জয়ে সন্তুষ্ট হলেও আরও উন্নতির জায়গা দেখছেন বার্সা কোচ জাভি হার্র্নান্দেজ।  ম্যাচশেষে তিনি বলেন, ‘৩ পয়েন্ট অর্জনে আমি সন্তুষ্ট। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আমি প্রত্যেক ম্যাচই ৪-০ ব্যবধানে জিততে চাই। তবে এটা সব সময় সম্ভব নয়। আমাদের প্রতিপক্ষ শক্ত ছিল।’
বার্সেলোনার দুর্দশায় কোচ হয়ে আসেন জাভি হার্নান্দেজ। ন্যু-ক্যাম্পে যোগ দিয়ে ব্লাউগ্রানাদের দিন ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি। নিজের কথা রাখছেন জাভি। টানা দুইবার চ্যাম্পিয়নস লীগ থেকে অবনমন হওয়া বার্সা সম্প্রতি জিতেছে স্প্যানিশ সুপারকাপ। পৌঁছে গেছে কোপা দেল রে’র সেমিফাইনালে। জাভি বলেন, ‘এই মৌসুমে ছেলেদের আত্মবিশ্বাস পাল্টে গেছে। যখন আমি এখানে আমি, তাদের আত্মবিশ্বাস ছিল তলানিতে।’
ম্যাচের ৬১তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জয়সূচক একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস। ম্যাচটি একটি কারণে বিশেষ এই তরুণ তারকার জন্য। বার্সেলোনার জার্সিতে তার ১০০তম ম্যাচ ছিল সেটি। পেদ্রির প্রশংসা করে জাভি বলেন, ‘পেদ্রি সবার চেয়ে ভিন্ন। আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি, যে মাত্র ২০ বছর বয়সে নিজের পজিশনে বিশ্বের সেরা ফুটবলার।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status