ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ, কঠোর অনুশীলনে শিরোপার প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার
mzamin

দেশের ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ সাফল্যের বাহক বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা-কৃষ্ণাদের শিরোপা জয়ের সে উল্লাস দেখেছে পুরো দেশ। বীরদর্পে দেশে ফেরা স্বর্ণকন্যাদের এই সাফল্য তাদের আরও উদ্যমী করে তুলেছে। আরও বড় কিছু জয়ের জন্য স্বপ্নবাজ করেছে সানজিদা, রিতুপর্ণাদের। তারই ধারাবাহিকতায় আগামী ৩রা ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে বাংলাদেশ দল।
সাফ জয়ের পর লীগের খেলায় মাঠে নামলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হয়নি কৃষ্ণা-সানজিদাদের। তবে ঢাকায় অনুষ্ঠেয় আসন্ন অনূর্ধ্ব-২০ নারী সাফের উদ্দেশ্যে নিজেদের ঝালিয়ে নিতে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ফুটবলাররা। কড়া শিডিউলে চলছে শিরোপা জয়ের প্রস্তুতি। এদিকে এই আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে নতুন মুখ দুইজন; আফরোজা খাতুন ও আইরিন খাতুন। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন
গত নভেম্বর-ডিসেম্বরে হওয়া নারী ফুটবল লীগের পারফরম্যান্সের ভিত্তি করে এই দুজনকে দলে নেওয়া হয়েছে বলে জানান কোচ গোলাম রব্বানী ছোটন। লীগে আইরিন খেলেছেন নাসরিন স্পোর্টস ক্লাবে এবং আফরোজা জামালপুর কাচারিপাড়া একাদশে। গত বছরের সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের ছয় সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-২০ এর এই দলে। তারা হলেন; গোলরক্ষক রুপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস, শামসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী ও সোহাগি কিসকু।  মেয়েদের যুব সাফে দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ। একবার অনূর্ধ্ব-১৮ এবং আরেকবার অনূর্ধ্ব-১৯। এবার ওই টুর্নামেন্টই হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ পর্যায়ে। আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিচ্ছে ৪টি দল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।  আগামী ৩রা ফেব্রুয়ারি এই আসরে দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে ভারত। রাউন্ড রবিন লীগের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ই ফেব্রুয়ারি। ঘরের মাঠে এই আসরেও শিরোপা চোখ বাংলাদেশের। এমনটা জানিয়ে দলটির হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমাদের দলের বেশির ভাগ ফুটবলার সিনিয়র দলের। অনেকেতো সাফের সবশেষ আসরের শিরোপা জয়ী দলের সদস্য। আমার বিশ^াস সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে আমরাই চ্যাম্পিয়ন হবো। 
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল 
গোলরক্ষক: রুপনা চাকমা, ইতি রানী, সাথী বিশ্বাস।
রক্ষণভাগ: সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।
মধ্যমাঠ: স্বপ্না রানী, সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক) ও হালিমা আক্তার।
আক্রমণভাগ: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিন খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status