ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ফুটবল রেফারিজ নির্বাচনের ব্যালট পুলিশ হেফাজতে

স্পোর্টস রিপোর্টার
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার

বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের ব্যালট এখন পুলিশের হেফাজতে। শনিবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ভোটের দিন রাতে ভোট গণনার একপর্যায়ে প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গণনা স্থগিত করে নির্বাচন কমিশন। ব্যালট পেপারের নিরাপদ সংরক্ষণের জন্য পুলিশের হেফাজতে দিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম। ভোট গণনার একপর্যায়ে সাবেক ফিফা রেফারি ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিরন এবং তার প্যানেলের অনেকে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করেন। তিনি  বলেন, ‘একটি জাল ভোট পড়েছে এবং ব্যালটও বাইরে এসেছে। তাই আমরা ভোট গণনা স্থগিত করার দাবি জানিয়েছি।’ একই কথা বলেছেন মিরনের বিপরীত প্যানেলের যুগ্ম-সম্পাদক প্রার্থী মিজানুর রহমানও। তিনি বলেন, ‘ভোট গণনার শেষ পর্যায়ে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভোট গণনা স্থগিত করেছে নির্বাচন কমিশন।’ পরে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন একমত হয়ে ব্যালটগুলো পুলিশ হেফাজতে রেখেছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘ভোট গণনা স্থগিত করেছি। ব্যালটগুলো অরক্ষিত রাখা যায় না। স্টেডিয়ামে সেই অর্থে ব্যালট নিরাপদও নয়। তাই পুলিশকে ডেকে এনে তাদের হেফাজতে থানায় রাখার জন্য দেওয়া হয়েছে।’ এই পরিস্থিতিতে পরবর্তী করণীয় সম্পর্কে নির্বাচন কমিশন এসোসিয়েশনের সভাপতি ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের এমপির সঙ্গে আলোচনা করতে চান তারা।

বিজ্ঞাপন
আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে জানা গেছে, সাধারণ সম্পাদক হিসেবে ভোট গণনায় মিরনের চেয়ে অনেক এগিয়ে ছিলেন হাজী ওসমান গণি। যদিও মিরনের প্যানেলের দাবি, নির্বাচনে ওসমান গণি অনেক টাকা বিতরণ করেছেন ভোটারদের।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status