ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

১৬ বছর পর লাশ হয়ে ফিরলেন অভিমানী বুলবুল

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, সোমবার
mzamin

দীর্ঘ ১৬ বছর পর আতাউর রহমান বুলবুল (৫০) এর সন্ধান পেয়েছে তার পরিবারের লোকজন। তবে জীবিত নয় মৃত অবস্থায়। তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে ফেনী শহরে বসবাস করতেন। নিখোঁজ বুলবুল ক্ষেতলাল উপজেলার গাংগাইরের আবদুস সাত্তার মাস্টারের ছেলে। বুলবুলের ভাই রেজাউল করিম রিপন জানান, বুলবুল ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর মানসিক সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। ২০০৬ সালে বাবার মৃত্যুর পর হঠাৎ বুলবুল নিখোঁজ হয়। প্রায় ১০ বছর পর আমরা বুলবুল ফেনীতে থাকার বিষয়টি জানতে পেরে তাকে নিয়ে আসতে যাই। কিন্তু তাকে অনেক জোরজবরদস্তি করেও আনতে পারিনি। এরপর থেকে যাতায়াতের দূরত্বের কারণে বছরের পর বছর তার খবরাখবর আমরা আর পাইনি। ফেনী সদরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র বুলবুলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে তার খবর পাই।

বিজ্ঞাপন
ফেনী জেনারেল হাসপাতালে অজ্ঞাতনামা হিসেবে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫শে জানুয়ারি সে মারা যায়। গত শনিবার সেখান থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসি। স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র সাধারণ সম্পাদক সোহেল মোবাইল ফোনে জানান, দীর্ঘ ১৬ বছর ফেনী শহরে তার চলাফেরা হলেও কখনো কোনো ব্যক্তিকে বিরক্ত করেননি বুলবুল। ফেনীর লোকজন তাকে বিভিন্ন ছদ্মনামে ডাকতো কেউ বলতেন ফেনীর মেয়র, কেউ বলতেন ফেনীর রাষ্ট্রপতি। বুলবুল বেশ কিছুদিন ফেনী জেনারেল হাসপাতালে অজ্ঞাত হিসেবে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার রাতে মারা যান। বুলবুলের ছোট ভাই লেবু মেম্বার জানান, শনিবার ফেনী থেকে তার লাশ নিয়ে এসে গতকাল বেলা ১১টায় আমাদের গাংগাইর গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই  দাফন করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status