ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

৫ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে মুখিয়ে রয়েছেন রাজশাহীবাসী । আজ নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন। গতকাল পরিদর্শন করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নেতারা বলছেন, এ জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটবে। রাজশাহী ছাড়াও বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীদের সমাগমের প্রস্তুতি চলছে। শুধু জনসভাস্থলই নয়, এদিন পুরো মহানগরীজুড়ে লোকে লোকারণ্য থাকবে। জানা গেছে, রোববার সকালে প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন। বিকালে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এখানে প্রধানমন্ত্রী রাজশাহীর ৩২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিজ্ঞাপন
 প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন সাজে সেজেছে রাজশাহী শহর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের প্রতিটি বড় রাস্তায় তৈরি করা হয়েছে বিপুলসংখ্যক তোরণ। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নগরী। জনসভার প্রচারে নগরীজুড়ে চলছে মাইকিং। 

প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও প্রচার মিছিল হচ্ছে। সাধারণ মিছিলের পাশাপাশি অনেকেই করছেন মোটরসাইকেল শোভাযাত্রা। অনেক নেতা এই জনসভাকে ঘিরে শোডাউন দিচ্ছেন। নিজের অবস্থান জানান দিচ্ছেন।  দলীয় সূত্র বলছে, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাই নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে ট্রেন, বাস, ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেবেন। কোন নেতার নেতৃত্বে কতটি গাড়ি রাজশাহীতে আসবে সেটারও তালিকা করা হয়েছে। জেলার নেতারা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এদিকে গতকাল বিএনপি নেতাদের হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রীর জনসভা দেখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, বিএনপি নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভায় লোক হবে না। তাদের বলতে চাই, আপনারা আসেন জনসভায় লোক দেখেন। প্রয়োজনে আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেবো। আপনারা হেলিকপ্টারে চড়ে জনসভায় কত লোক হয়েছে দেখে যান। তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশনের আন্ডারে জাতীয় নির্বাচন হবে। এ সময় সরকারের কোনো ক্ষমতা থাকে না। একটা ওসি, ইউএনওকেও ট্রান্সফার করার ক্ষমতা থাকে না। পাকিস্তান বাদে পৃথিবীর কোনো দেশে ইভিএম ছাড়া ভোট হয় না। বিএনপি তো তাদেরই (পাকিস্তান) অনুকরণ করবে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status