ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লড়াকু প্রত্যাবর্তনে তাসকিনকে উদাহরণ মানেন নাসির

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

এবারের বিপিএল-এ ব্যাট-বলে ধারাবাহিক নৈপুণ্য দেখাচ্ছেন দীর্ঘদিন পরে বড় মঞ্চে নিজেকে ফিরে পাওয়া নাসির হোসেন। আর শুধু নিজের জন্যই নয়, পথ হারানো সব ক্রিকেটারের জন্যই তাসকিন আহমেদকে বড় উদাহরণ মনে করেন তিনি। এবারের বিপিএল-এ নাসিরের নেতৃত্বেই ঢাকা ডমিনেটর্স দলের হয়ে খেলছেন তাসকিন। দল খুব ভালো না করলেও দলের সেরা দুই পারফরমারও তারাই। ২৯১ রান করে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান নাসিরের। ১১ উইকেট নিয়ে সফল বোলারের তালিকায়ও আছেন দুইয়ে। আসরে ১০ উইকেট নেয়া তাসকিন নিয়ন্ত্রিত বোলিংয়ে ওভারপ্রতি দিযেছেন মাত্র ৬.১৬ রান। তাসকিন এখন ঘরোয়া-আন্তর্জাতিক সব জায়গায় সব সংস্করণেই দুর্দান্ত। তিন সংস্করণ মিলিয়ে দেশের সেরা পেসার বলা যায় তাকেই। একসময় যদিও তিনি ছিটকে গিয়েছিলেন জাতীয় দলের বাইরে।

বিজ্ঞাপন
তবে দুঃসময়ে জীবন ও ক্যারিয়ার নিয়ে নতুন উপলব্ধির পর কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে ভেঙেগড়ে তিনি আবার ফিরেছেন মূল স্রোতে। এবারের বিপিএলে নাসিরের নৈপুণ্যেও আছে ফিরে আসার ইঙ্গিত। গত ৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি তিনি। অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ঢাকা দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, ‘অবশ্যই অনুপ্রাণিত করবে (তাসকিনের ফেরা)। এখন যারা তরুণরা আসে, আমি তাসকিনের কথাই বলি। ও যেভাবে ফিরে এসেছে, জাতীয় দল থেকে বের হওয়ার পর যেভাবে কষ্ট করেছে, এটা সব ক্রিকেটারের অনুসরণ করা উচিত। আপনি যদি বাংলাদেশের ক্রিকেট বা নিজের খেলায় উন্নতি করতে চান, তাহলে দুই ঘণ্টার জায়গায় চার ঘণ্টা অনুশীলন করতে হবে।  সেটা নিজের জন্য ভালো হবে, বাংলাদেশ দলের জন্যও ভালো হবে। ও যে কষ্ট করে, পরিশ্রম করে, সেই ফল পাচ্ছে। জাতীয় দলও পাচ্ছে, বিপিএল দলও পাচ্ছে।’ ফিটনেস ও ক্রিকেটীয় স্কিলে যেমন, তেমনি তাসকিনের মানসিকতাও এখন নাসিরের কাছে অনুকরণীয়। নাসির বলেন, ‘ও এখন যেখানে যে পরিস্থিতিতেই খেলুক না কেন, ম্যাচের যে অবস্থাই থাকুক না কেন, ও কখনও এটা মনে করে না যে আমরা হারতে আসছি বা হারবো। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর এবং দলকে সহায়তার জন্য শতভাগের চেয়ে বেশি চেষ্টা করে। এটা আমার কাছে খুব ভালো লাগে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status