ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

টানা পঞ্চম জয় কুমিল্লার

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

রংপুর রাইডার্সের কাছে হেরে বিপিএল শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে হেরে যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচেও হারের স্বাদ পায় ইমরুল কায়েসের দল। টানা তিন হারের পর নাটকীয় প্রত্যাবর্তন করে কুমিল্লা। জিতে নেয় টানা চার ম্যাচ। নিজেদের সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে ৫ম জয় পায় কুমিল্লা।  গতকাল সিলেটে আগে ব্যাটিংয়ে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ২ উইকেটে ১৬৫ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে অল্পের জন্য জয় হাতছাড়া হয় খুলনা টাইগার্সের। ইনিংসের শেষ বল পর্যন্ত জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছিলেন দলটির অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬১ রান তোলে খুলনা।

বিজ্ঞাপন
৪ রানের জয় পায় কুমিল্লা। টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খুলনা টাইগার্সের। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তামিম ইকবাল (১১)। শুরুর ধাক্কা সামলে ৪৯ রানের জুটি গড়েন অ্যান্ডি বালবির্নি ও শাই হোপ। দুই ব্যাটারই খেলেন ত্রিশোর্ধ্ব রানের ইনিংস। ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন বালবির্নি। ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন শাই হোপ। মাহমুদুল হাসান জয়ের সংগ্রহ ২৬ রান। অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল খুলনা টাইগার্সের। প্রথম বল ডট দেন কুমিল্লার স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে ইয়াসির আলীকে স্ট্রাইক দেন ওয়াহাব রিয়াজ। এরপর টানা দুই চার হাঁকান রাব্বি। ৫ম বলে ডাবল নেন তিনি। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। তবে মোসাদ্দেকের ডেলিভারি ফিরিয়ে এক রান নিতে সমর্থ্য হন ইয়াসির আলী।   কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাসিম শাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৬৫ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪২ বলে ৯ বাউন্ডারিতে ৫০ রান করেন ওপেনার লিটন দাস। ফিফটি হাঁকান মোহাম্মদ রিজওয়ানও। ৪৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রান করে ম্যাচসেরা হন তিনি। এরপর মারকুটে ইনিংস খেলেন জনসন চার্লস। ২২ বলে ৫ ছক্কায় ৩৯ রান করেন তিনি। ১৩ রানে অপরাজিত ছিলেন খুশদিল শাহ। খুলনা টাইগার্সের ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন। ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস বলেন, ‘শেষে অবিশ্বাস্য বোলিং করেছে বোলাররা। গোটা ম্যাচেই আমাদের জয়ের আত্মবিশ্বাস ছিল। মোসাদ্দেকের ওপর ভরসা ছিল আমার।’ ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘বল গ্রিপিং ছিল এবং ব্যাট করা কিছুটা কঠিন ছিল। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি আমি। এই পিচে ম্যাচের অবস্থা অনুসারে খেলা গুরুত্বপূর্ণ।’ ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের তৃতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম খুলনা টাইগার্স। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সে ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে খুলনাকে পেছনে ফেলার সুযোগ ছিল চট্টগ্রামের।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status