ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শীর্ষ স্থান আরও মজবুত কিংসের

স্পোর্টস রিপোর্টার
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগে টানা সপ্তম ম্যাচ জিতলো বসুন্ধরা কিংস। এতে শীর্ষ স্থান আরো মজবুত করলো অস্কার ব্রুজোনের দল। গতকাল কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। তালিকার শীর্ষে সাত ম্যাচে বসুন্ধরা কিংসের সংগ্রহ পূর্ণ ২১ পয়েন্ট । ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে কিংসকে কঠিন চ্যালেঞ্জ জানায় শেখ রাসেল। প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। দ্বিতীয়ার্ধে ছড়ায় রোমাঞ্চ। ৮ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে কিংস। তবে এক গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে  দেয় শেখ রাসেল।

বিজ্ঞাপন
যদিও ব্রাজিলয়ান তারকা রবসন রবিনহোর জোড়া গোলে শেষ পর্যন্ত বড় জয়ই পায় বসুন্ধরা কিংস। ম্যাচের পঞ্চম মিনিটে শেখ রাসেলের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি তার শট। ১১তম মিনিটে রাকিবের ক্রসে দারুণভাবে হেড করেন ডোরিয়েল্টন গোমেজ। কিন্তু তা ক্রসবারের উপর দিয়ে যায়। ৩২তম মিনিটে সুযোগ আসে শেখ রাসেলের বিদেশি রিক্রুট মাপুকুর সামনে। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন কঙ্গোর এই স্ট্রাইকার। আশরাফুল রানার লম্বা কিক পান মাপুকু, তার গায়ের সঙ্গে সেঁটে ছিলেন কিংস ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। বক্সের উপর থেকে মাপুকুর শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে হেমন্ত ভিনসেন্টের চেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে হতাশ হতে হয় শেখ রাসেলকে। ৬৫তম মিনিটে কিংসকে গোল এনে দেন রবসন রোবিনহো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর আগে বক্সের মধ্যে রবিনহোকে ফাউল করেন মনির আলম, তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। ম্যাচে লিড পেয়ে আক্রমণে মনোযোগী হয় কিংস। তাতে সুযোগ তৈরি করে বেশ কয়েকবার। ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে আসরর গফুরভের জোরালো শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন আশরাফুল ইসলাম রানা। তবে ৭৩তম মিনিটে আর আটকাতে পারেননি। ব্যবধান দ্বিগুণ করে ফেলে কিংস। রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুর তালিপভের ভুল পাস পেয়ে পান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে জায়গা তৈরি করে বাম পায়ের মাপা শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের এই মিডফিল্ডার। ৮০তম মিনিটে সেরা সুযোগ নষ্ট করেন ডোরিয়েল্টন। স্বদেশি তারকা রবিনহোর পাসে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এই ব্রাজিলিয়ান। তবে দুই মিনিট পরই প্রতি আক্রমণে গিয়ে এক গোল শোধ দেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। চার্লস দিদিয়ের পাসে এমফন উদো দূরের পোস্টে অনায়াসে জাল খুঁজে নেন। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান। চলতি প্রিমিয়ার লীগে ৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন এমফন। দ্বিতীয়ার্ধের শেষ ফ্রিকিকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন রবসন রবিনহো।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status