ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

প্রতিশোধের পালা সিৎসিপাসের রেকর্ডের সামনে জকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, রবিবার
mzamin

গ্র্যান্ড স্লাম টেনিসে একবারই ফাইনাল খেলেছেন স্টেফানোস সিৎসিপাস। তবে নোভাক জকোভিচের কারণে শিরোপা জেতা হয়নি গ্রিক তারকার। আরও একটি গ্র্যান্ড স্লামের ফাইনালে সার্বিয়ান সুপারস্টারের মুখোমুখি সিৎসিপাস। এবার অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচকে হারিয়ে পুরনো হিসেব মেটানোর পালা গ্রিক তারকার। আর সিৎসিপাসের মোকাবিলায় রেকর্ডের হাতছানি জকোভিচের সামনে। মেলবোর্ন পার্কে সাফল্য পেলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ীদের তালিকার শীর্ষে থাকা রাফায়েল নাদালকে ছুঁবেন তিনি। আজ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গেলসের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও স্টেফানোস সিৎসিপাস। দুপুর ২টা ৩০ মিনিটে মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শুরু হবে শিরোপার লড়াইটি। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হন জকোভিচ এবং সিৎসিপাস। জকোভিচ ফেভারিট হলেও সেই ম্যাচে তাকে ছাড় দিয়ে কথা বলেননি সিৎসিপাস।

বিজ্ঞাপন
জয় না পেলেও ৫ সেটে নিষ্পত্তি হওয়া ম্যাচে ধুন্ধুমার লড়াই করেন গ্রিক তারকা। এবার অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচকে হারিয়ে প্রতিশোধ নেয়ার পালা সিৎসিপাসের। পুরুষ সিঙ্গেলসে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ডটা আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল স্প্যানিশ টেনিস সুপারস্টারের। তবে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে যান নাদাল। এতে নাদালকে ছোঁয়ার সুবর্ণ সুযোগ পেলেন ২১ গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচ।  জকোভিচ-সিৎসিপাসের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ফেভারিট বাছাই করা কঠিন। এটিপি র‌্যাঙ্কিংয়ের ৪র্থ বাছাই স্টেফানোস সিৎসিপাস। গ্রিক তারকার পেছনেই রয়েছেন জকোভিচ।  অভিজ্ঞতার দিক দিয়ে অবশ্য সিৎসিপাসের চেয়ে যোজন যোজন এগিয়ে জকোভিচ। ক্যারিয়ারে মোট ৯২টি এটিপি সিঙ্গেলসের ফাইনাল খেলেছেন সার্বিয়ান স্টার। তাতে জয় পেয়েছেন ৩৯টি ম্যাচে। সিঙ্গেলসে মোট ৩২টি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন ৩৫ বছর বয়সী জকোভিচ। জয় পেয়েছেন ২১টি। হার ১১। এদিকে ক্যারিয়ারে মোট ২৪টি এটিপি সিঙ্গেলসের ফাইনাল খেলেছেন স্টেফানোস সিৎসিপাস। তাতে ৯ জয় ২৪ বছর বয়সী এই তারকার।  ‘হেড টু হেড’ পরিসংখ্যানও নোভাক জকোভিচের পক্ষে। ক্যারিয়ারে মোট ১২ বার স্টেফানোস সিৎসিপাসের মোকাবিলা করেছেন জোকার। তাতে ১০ জয় সার্বিয়ান তারকার। দুটিতে জয় পান সিৎসিপাস।       রোড টু ফাইনাল নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের হট ফেভারিট নোভাক জকোভিচ। ২২তম গ্র্যান্ড স্লামের খোঁজে থাকা সার্বিয়ান তারকা প্রথম রাউন্ডে স্পেনের রবার্তো কারবালেস বায়েনাকে হারান। ম্যাচের ফল ৩-৬, ৪-৬ ও ০-৬ গেম। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের এনজো কাওকাউদকে ১-৬, ৭-৫ (৭-৫), ২-৬ ও ০-৬ গেমে হারান তিনি। তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৭ (৭-৯), ৩-৬ ও ৪-৬ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের পঞ্চম বাছাই জকোভিচ। এরপর অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোরকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেন তিনি। ম্যাচের ফল ২-৬, ১-৬ ও ২-৬ গেম। শেষ আটে রুশ তারকা আন্দ্রে রুভলেভের বিপক্ষেও সরাসরি সেটের জয় পান জোকার, ১-৬, ২-৬ ও ৪-৬ গেমে। আর সেমিতে যুক্তরাষ্ট্রের টমি পলকে ৭-৫, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জকোভিচ।   স্টেফানোস সিৎসিপাস ফরাসি টেনিস খেলোয়াড় কুইন্টিন হ্যালিসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন সিৎসিপাস। সে ম্যাচে ৬-৩, ৬-৪ ও ৭-৬ (৮-৬) গেমে জয় পান গ্রীক তারকা। দ্বিতীয় রাউন্ডে সিৎসিপাসের শিকার অস্ট্রেলিয়ার রিঙ্কি হিজিকাতা। ৬-৩, ৬-০ ও ৬-২ গেমের জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন এটিপি র‌্যাঙ্কিংয়ের চতুর্থ বাছাই। এরপর নেদারল্যান্ডসের ট্যালন গ্রিক্সপুরকে ৬-২, ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছান সিৎসিপাস। প্রথম তিন রাউন্ডে তিন সেটের সহজ জয় পাওয়া এই খেলোয়াড় চতুর্থ রাউন্ডে পান কষ্টার্জিত জয়। ৫ সেটের লড়াইয়ে ইতালির জেনিক সিনারকে ৬-৪, ৬-৪, ৩-৬, ৪-৬ ও ৬-৩ গেমে হারান সিৎসিপাস। কোয়ার্টারেও তিন সেটের জয় তুলে নেন তিনি। ৬-৩, ৭-৬ (৭-২) ও ৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে। সবশেষ সেমিতে রুশ তারকা কারেন খাছানোভকে ৬-৭ (২-৭), ৪-৬, ৭-৬ (৮-৬) ও ৩-৬ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন সিৎসিপাস।  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status