ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সৌম্যের ব্যাটের প্রেমে পড়েছেন উসমান খান

ইশতিয়াক পারভেজ, সিলেট থেকে
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

পাকিস্তানের গলিতে ক্রিকেট খেলেই বড় হয়েছেন উসমান খান। বড় ভাই নাদিমের হাত ধরে ব্যাট-বলে তার হাতে খড়ি। বড় স্বপ্ন নিয়ে এই ব্যাটার ক্রিকেট ক্যারিয়ার শুরু করলেও নিজ দেশেই নিজেকে চেনাতে পারেননি। তবে পিসিএল, টি-টেন লীগে খেলে আলোয় আসা এই ব্যাটার এবার খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। আসরে প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই খুলনার বিপক্ষে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। তার সেই ইনিংসে আসরে প্রথম জয়ও তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ক্রিকেট ব্যাটের প্রতি খুব দুর্বলতা তার । যেখানেই তিনি ভালো ব্যাট দেখেন তা নিজের করে নিতে ব্যাকুল থাকেন। বিপিএলে খেলতে এসে তিনি বাংলাদেশের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের ব্যাটের প্রেমে পড়েছেন। এমনকি লোভ সামলাতে না পেরে তা চেয়েও বসেছেন সৌমের কাছে।

বিজ্ঞাপন
এ নিয়ে উসমান বলেন, ‘আমার ভালো একটা ব্যাট ছিল তা ভেঙে যায়। এরপর থেকেই আমি ভালো একটি ব্যাট খুঁজছিলাম। যা দেখি তোমাদের সৌম্য সরকারের হাতে। আমি এমন দারুণ ব্যাট দিয়ে কোনও দিনও খেলতে পারিনি। আগে টাকা ছিল না, যে কারণে এমন ব্যাট কিনতেও পারিনি। তাই ওর ব্যাট দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। যে কারণে ওর কাছে ব্যাট চেয়েছি। যদিও সে তারটা দিতে রাজি হয়নি। পরে বলেছি, যদি পারে আমাকে যেন এমন একটি ব্যাট কিনে এনে দেয়।’  সৌম্যের ব্যাট  পেলে কী করবেন উসমান খান! কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে জানালেন এমন ব্যাটে খেলার তার স্বপ্ন বহুদিনের। আর তা পেলে তিনি সেঞ্চুরিও করতে চান আরো কিছু। উসমান বলেন, ‘আমি সত্যি করেই বলছি এমন ব্যাট দিয়ে আমি আগে কখনো খেলিনি। যদি সৌমের মতো একটি ব্যাট পেতাম আমি বড় ইনিংস খেলতে পারতাম। সত্যি আমি মনে করি এমন ব্যাটে খেললে আমার আরো কিছু সেঞ্চুরিই হতো। দারুণ কিছু ইনিংস খেলতে পারতাম।’  পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলার সুযোগ পান না উসমান। যে কারণে পাড়ি জমিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে।  সেখানে তিন বছর ক্রিকেট খেললেই  পেয়ে যাবেন জাতীয় দলে খেলার সুযোগ। এখনো ছয় মাস বাকি তার দেশ ছেড়ে নতুন স্বপ্নপূরণে। এ নিয়ে তিনি বলেন, ‘আমার দেশে অনেক চেষ্টা করেছি নিয়মিত খেলার। প্রথম শ্রেণির ম্যাচ খেলতে পারি না। ঘরোয়া ক্রিকেট আসরেও খুব একটা খেলার সুযোগ আমি পাইনি। যে কারণে আমাকে নতুন করে ভাবতে হয়েছে। কারণ, ক্রিকেটই আমার জীবন। এর বাইরে আমি কোন কিছুই ভাবতে পারি না। যে কারণে দুবাইয়ে চলে যাই। সেখানে গিয়ে চাকরি করি। এরপর খেলা শুরু করি। নিয়ম অনুয়ায়ী আমাকে আরব আমিরাতের জাতীয় দলে সুযোগ পেতে হলে সেখানে তিন বছর খেলতে হবে। এরই মধ্যে অনেকটা সময় পার করে দিয়েছি। আর ৬ মাস মাস পর সেখানে জাতীয় দলে খেলার সুযোগ পাবো।’  অনূর্ধ্ব-১৬ দলে থাকতেই সাকিব আল হাসানকে অনুসরণ করতে শুরু করেন উসমান। এক কথায় তিনি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের দারুণ ভক্ত। উসমান বলেন, ‘আমি যখন খুব ছোট, অনূর্ধ্ব-১৬ দলে খেলি তখন থেকে সাকিব আল হাসানের ভক্ত। তিনি বিশ্বের এক নাম্বার ক্রিকেটার। টানা নিজের জায়গা ধরেছেন। তার যেমন ব্যাট-বলের ব্রেন তা সবার হয় না। আমি তাকে অনুসরণ করি। তার বিপক্ষে বা তার সঙ্গে খেলতে পারলেও নিজেকে সৌভাগ্যবান মনে হয়। তবে আমি ব্যাটার, (খেলার মাঠে) যদি তার বলে আমার ছয় মারার সুযোগ হয় তা আমি মারবো। তার কোনো বাজে বলই আমি ছেড়ে দিবো না।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status