ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রিবাকিনার দ্বিতীয় নাকি সাবালেঙ্কার প্রথম

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

২০২২ সালে উইম্বলডন জেতেন এলিনা রিবাকিনা। সেবার তিউনিসিয়ান টেনিস স্টার ওনস জাবেরকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ পান তিনি। বছর ঘুরতে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় শিরোপার আভাস পাচ্ছেন কাজাখস্তানের ২৩ বছর বয়সী টেনিস তারকা। এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। আজ অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গেলসের ফাইনালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লড়াই রিবাকিনার মুখোমুখি হবেন সাবালেঙ্কা। আজ দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেনের উইমেন্স সিঙ্গেলসের ফাইনাল। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এলিনা রিবাকিনার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন আরিনা সাবালেঙ্কা। এটিপি র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৫ম বাছাই বেলারুশিয়ান সাবালেঙ্কা। ১৭ ধাপ পিছিয়ে ২২তম রিবাকিনা।

বিজ্ঞাপন
হেড টু হেড পরিসংখ্যানেও এগিয়ে সাবালেঙ্কা। এখন পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্টে মোট ৩ বার দেখা হয়েছে সাবালেঙ্কা ও রিবাকিনার। যাতে শতভাগ সাফল্য সাবালেঙ্কার। একটি ম্যাচও জিততে পারেননি রিবাকিনা। তবে অস্ট্রেলিয়ান ওপেনের চলতি আসরে শীর্ষ বাছাই ইগা শিওনটেক এবং ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো হ্যাভিওয়েট তারকাদের হারিয়েছেন রিবাকিনা। যা সাবালেঙ্কার মোকাবিলায় তার অনুপ্রেরণা হতে পারে। তাছাড়া গ্র্যান্ড স্লামের হিসেবেও সাবালেঙ্কার চেয়ে এগিয়ে রিবাকিনা। সিঙ্গেলসে একটি মেজর টুর্নামেন্ট জেতার সুখস্মৃতি রয়েছে তার। এখনও কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সাবালেঙ্কা। মেজর টুর্নামেন্ট জিততে না পারলেও অর্জনের কমতি নেই তার। মোট ১৯টি ফাইনাল খেলে ১১টি শিরোপা জিতেছেন সাবালেঙ্কা। বিপরীতে রিবাকিনার অর্জন মোট ৩টি শিরোপা। 

রোড টু ফাইনাল এলিনা রিবাকিনা 

ইতালির এলিসাবেত্তা কোসিয়ারেত্তোকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন এলিনা রিবাকিনা। দ্বিতীয় রাউন্ডে ২৩তম বাছাইয়ের শিকার স্লোভেনিয়ান তারকা কাজা জুভান। ৬-২, ৬-১ গেমের জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন রিবাকিনা। এরপর যুক্তরাষ্ট্রের দানিয়েলে কলিনসকে ৬-২, ৫-৭ ও ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছান তিনি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শীর্ষ বাছাই ইগা শিওনটেককে হারিয়ে দেন রিবাকিনা। ম্যাচের ফল ৪-৬, ৪-৬ গেম।  এরপর লাটভিয়ার হেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে সেমিতে পৌঁছান রিবাকিনা। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে বেলারুশিয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছেন রিবাকিনা। ১ ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে ম্যাচ জিতে নেন ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে। 

আরিনা সাবালেঙ্কা 

চেক প্রজাতন্ত্রের তেরেজা মার্টিনকোভাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় রাউন্ডে বেলারুশিয়ান তারকার শিকার যুক্তরাষ্ট্রের শেলবি রজার্স। ম্যাচের ফল ৬-৩, ৬-১ গেম। তৃতীয় রাউন্ডে বেলজিয়ামের এলিজে মার্টিনসকে ৬-২, ৬-৩ গেমে হারান সাবালেঙ্কা। চতুর্থ রাউন্ডেও স্ট্রেট সেটের জয় পান তিনি। সুইজারল্যান্ডের বেলিনডা বেনচিচকে ৭-৫, ৬-২ গেমে হারান। এরপর ক্রোয়াট টেনিস তারকা দোনা ভেকিচকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেন সাবালেঙ্কা। আর পোল্যান্ডের মাগডা লিনেটকে ৬-৭ (১-৭), ২-৬ গেমে হারিযে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status