ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

মোহামেডানকে অনায়াসে হারালো আবাহনী

স্পোর্টস রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একপেশে লড়াইয়ে বিবর্ণ মোহামেডানকে হারিয়েছে ঢাকা আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল  আকাশী হলুদ শিবির জিতেছে ২-০ গোলে। সহজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়া মারিও লেমোসের দল পয়েন্ট টেবিলে চাপ ধরে রাখল বসুন্ধরা কিংসের উপর। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস, এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।  এদিন শুরু থেকে মোহামেডানকে চাপে রাখা আবাহনী একাদশ মিনিটে এগিয়ে যায়। তবে এই গোলে মোহামেডানের রক্ষণের ঢিলেমির দায়ও কম নয়। বাঁ দিক থেকে কলিনদ্রেস যখন বল বাড়ান, তখনও বক্সে মোহামেডানের পাঁচ জন, কিন্তু কেউই পিটারের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি। নাইজেরিয়ান ফরোয়ার্ড প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরাল কোনাকুনি শটে খুঁজে নেন জাল। বিরতির আগ পর্যন্ত তেমন পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি মোহামেডান। বক্সের আশপাশে যা একটু ছোটাছুটি করেছেন সুলেমানে দিয়াবাতে, কিন্তু আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলের পরীক্ষা নেওয়া হয়নি তার।

বিজ্ঞাপন
৩২তম মিনিটে দিয়াবাতের আক্রমণে বক্সের একটু উপর থেকে স্লাইডিং ট্যাকলে আটকে দেন আলমগীর মোল্লা। শুরু থেকে রেজাউল করিম, আলমগীর মোল্লা, ইউসুফ মোহাম্মেদ ও মেহেদী হাসান রয়েল কড়া পাহারায় আগলে রাখেন আবাহনীর রক্ষণ। তাতে বক্সের বাইরে মুখ থুবড়ে পড়তে থাকে মোহামেডানের বিক্ষিপ্ত সব প্রচেষ্টা। দ্বিতীয়ার্ধের দৃশ্যপট প্রায় একই; জাফর-দিয়াবাতেরা কোটরবন্দী। ৫৮তম মিনিটের থ্রো ইনের নিয়ন্ত্রণ নিতে বক্সের লড়াইটা ছিল দুই ড্যানিয়েল। গায়ের সঙ্গে সেঁটে থাকা মোহামেডানের দেনিয়েল রিকার্দোর হালকা চার্জে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আগে কোনোমতে বলে পা ছোঁয়াতে সক্ষম হন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। তাতেই বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক আহসান হাবিবকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। লীগে কলিনদ্রেসের গোল হলো ৪টি। মোহামেডানের ঘুরে দাঁড়ানোর পথটা হয়ে যায় আরও কঠিন। ৭২তম মিনিটে প্রথম পরীক্ষার মুখোমুখি হতে হয় আবাহনীকে। তবে কিছুটা ভাগ্যের ছোঁয়ায়, কিছুটা মোহামেডানের ব্যর্থতায় বেঁচেও যায় তারা। আবিদের ক্রসে দিয়াবাতের হেড সোহেল পুরোপুরি গ্লাভসে নিতে পারেননি। বল ক্লিয়ার করতে আলমগীর শট নিলেও তা চলে যায় বক্সের ভেতরে থাকা সাজ্জাদের পায়ে, মোহামেডানের এই মিডফিল্ডার ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে মেরে নষ্ট করেন সুবর্ণ সুযোগ। যোগ করা সময়ে সাজ্জাদের কর্নার লাফিয়ে এক হাতের টোকায় ফেরান সোহেল। ২০২১ সালে লীগে সবশেষ ১-১ ড্রয়ের পর এ নিয়ে আবাহনীর কাছে টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ পেল মোহামেডান। এ মুহূর্তে ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে অষ্টম স্থানে। এদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ময়মনসিংহ স্টেডিয়ামে উত্তরা এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status