ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

‘রোনালদোকে দলে নিয়ে ভুল করেছে আল নাসর’

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

‘সেই মূল সমস্যা- আল নাসরের হারে গোলহীন রোনালদোকে নিয়ে প্রতিক্রিয়া জানালেন ম্যানইউ ভক্ত’- এই শিরোনামে খবর প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডভিত্তিক সংবাদমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’। ঘটনা কী? ক্রিস্টিয়ানো রোনালদোর নিষ্প্রভতায় সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে আল নাসর এফসি। বৃহস্পতিবার রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে পরাজিত হয় রুডি গার্সিয়ার দল। আল নাসরের হারে রোনালদোকে সম্পূর্ণ দোষ দিচ্ছেন ম্যানইউ সমর্থকরা। ফাইনালের লড়াইয়ে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় আল ইত্তিহাদ। আব্দুলরহমান আলওবুদের পাসে গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমানরিনহো। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইত্তিহাদের মরোক্কান স্ট্রাইকার আব্দুর রাজ্জাক হামদাল্লাহ। ৬৭তম মিনিটে একটি গোল শোধ করেন নাসরের ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ইত্তিহাদের অ্যারাবিয়ান ডিফেন্ডার মোহান্নাদ আল শানকেতি। গোটা ম্যাচে মাত্র ৪৪ বার পায়ে বল পান আল নাসর এফসির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন
লক্ষ্যে শট নিতে পারেন মাত্র একটি। ম্যাচজুড়ে বল হারান মোট ১২ বার। আল নাসর এফসির হয়ে ইতোমধ্যে দুই ম্যাচ খেলে ফেললেন রোনালদো। কোনো ম্যাচেই জালের দেখা পাননি। রাখতে পারেননি তেমন অবদান। তবে কি রোনালদোর দলের ভারসাম্য নষ্ট করছেন? আল নাসরের হারের পর ডিভাইন এজেহ নামের এক ম্যানইউ সমর্থক নিজের টুইটার হ্যান্ডেল থেকে লিখেন, ‘যে কোনো দলে রোনালদোর উপস্থিতি বাজে প্রভাব ফেলবে। তাকে সই করিয়ে আল নাসর বড় ভুল করেছে।’ একজন লিখেছেন, ‘সৌদি লীগে ভুতুড়ে আচরণ করছেন রোনালদো।’ আরেকজন তো রোনালদো অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন। টুইটারে লিখেছেন, ‘সে ফুরিয়ে গেছে।’ আগামী ২৯শে জানুয়ারি সৌদি সুপারকাপের ফাইনালে আল ফেইহার মুখোমুখি হবে আল ইত্তিহাদ।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status