ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ডার্বিতে নাটকীয় জয়ে সেমিতে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

নির্ধারিত সময় শেষ হতে বাকি মাত্র ১১ মিনিট। স্বল্প সময়টুকু জাল অক্ষত রাখতে পারলেই কোপা দেল রে’র সেমিফাইনাল নিশ্চিত ১-০ গোলে এগিয়ে থাকা  অ্যাটলেটিকো মাদ্রিদের। তখনই রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়ে ওঠেন রদ্রিগো। ব্রাজিলিয়ান তরুণের নৈপুণ্যে ড্র হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর এক্সট্রা টাইমে করিম বেনজেমা এবং ভিনিসিউস জুনিয়রের গোলে বড় জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোরা। বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোকে ৩-১ গোলে হারায় রিয়াল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনার পাসে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। প্রথমার্ধে এগিয়ে যাওয়া অ্যাটলেটিকো ৭৯তম মিনিট পর্যন্ত লিড ধরে রাখে। এরপরই দৃশ্যপট পাল্টে দেন রদ্রিগো।

বিজ্ঞাপন
বদলি হিসেবে নামার দশ মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয়। অতিরিক্ত সময়ে ৯৯তম বড় ধাক্কা খায় অ্যাটলেটিকো। এদুয়ার্দো কামাভিঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকোর মন্টেনেগ্রিয়ান ডিফেন্ডার স্টেফান সেভিচ। কিছুক্ষণ পরই অ্যাটলেটিকোর দুর্বল হয়ে যাওয়া রক্ষণের সুবিধা নেয় রিয়াল। ১০৫তম মিনিটে স্কোরলাইন ২-১ করেন দলটির ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। এরপর ১২০+১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। রিয়াল-অ্যাটলেটিকো ম্যাচের টার্নিং পয়েন্টটি ছিল রদ্রিগোর গোল। ব্রাজিলিয়ান তারকার লক্ষ্যভেদের পরই ম্যাচ জয়ের পথ খুঁজে পায় রিয়াল। অথচ ক’দিন আগেই গুঞ্জন ছড়ায় কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে রদ্রিগোর। শিগগির রিয়াল ছাড়তে চান ব্রাজিলিয়ান তরুণ। কিন্তু দলের প্রয়োজনে অবদান রেখে গুঞ্জনে যেন পানি ঢেলে দিলেন রদ্রিগো। পেলেন কোচ আনচেলত্তির ভূয়সী প্রশংসা। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘রদ্রিগোর গোলটি ছিল অসাধারণ। এই গোলই ওর মানটা বুঝিয়ে দেয়। কঠিন জিনিসগুলো সে এমনভাবে করে যে দেখে সেটাকে খুব সহজ মনে হয়। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status