ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

৮ কোটি টাকার ঘড়ি উপহার পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৩, শনিবার
mzamin

সৌদি ফুটবলে যোগ দেয়ার আনন্দ উদযাপন করতে রোনালদোকে বিশেষ এক হাতঘড়ি উপহার দিয়েছে ‘টাইমপিস’ কোম্পানি জ্যাকব অ্যান্ড কো.। বিশেষ সেই ঘড়িটির রং সবুজ। মূলত সৌদি আরবের পতাকার সঙ্গে মিল রেখেই ঘড়িটি তৈরি করা হয়েছে। রোনালদোর হাতঘড়িটি সাজানো হয়েছে ৩৩৮টি অতি-বিরল রত্নপাথর দিয়ে। ঘড়িটি ১৮ ক্যারাটের সাদা স্বর্ণ দিয়ে বানানো। যার বর্তমান বাজারমূল্য ৬৩ লক্ষ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ৮ কোটি ২৭ লক্ষ ১১ হাজার ৭৪৪ টাকার। সম্প্রতি সবুজ রংয়ের এই টাইমপিসটি পরে ক্যারাবন্দি হন রোনালদো। সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেন সিআরসেভেন। জ্যাকব অ্যান্ড কো. এর দেয়া উপহারটি বাদেও রোনালদোর সংগ্রহে রয়েছে কোটি কোটি টাকার হাতঘড়ি।

বিজ্ঞাপন
বৃটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, রোনালদোর কালেকশনে প্রায় ৬৬ কোটি টাকার ঘড়ি রয়েছে। ব্যক্তি জীবনে খুব ফিটফাট ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে পর্তুগিজ সুপারস্টারের ঘড়িহীন হাত খুব কমই নজরে পড়েছে। ডেইলি মেইল জানিয়েছে, রোনালদোর সংগ্রহে ৫ মিলিয়ন পাউন্ড সমমূল্যের হাতঘড়ি রয়েছে। বাংলাদেশি টাকায় যা ৬৫ কোটি ৪৩ লক্ষ ৬৯ হাজার ৭২৬ টাকার সমান। রোনালদোর সংগ্রহে থাকা সবচেয়ে দামি ঘড়িটির নাম রোলেক্স জিএমটি-মাস্টার ২। ঘড়িটি ১৮ ক্যারেট সাদা স্বর্ণে মোড়ানো। ঘড়ির প্রতিটি ইঞ্চি ৩০ ক্যারেটের ব্যাগুয়েট হীরা দ্বারা আবৃত। জিএমটি-মাস্টার ২ মডেলের রোলেক্স ঘড়িটির দাম ৬ লক্ষ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮ কোটি ৫০ লক্ষ ৬৮ হাজার টাকার বেশি। রোনালদোর সংগ্রহে থাকা সর্বনিম্ন মূল্যের ঘড়িটির নাম জ্যাকব অ্যান্ড কো. এর এপি এক্স ‘ফ্লাইট অব সিআর৭’। যার বাজারমূল্য ৪৫ হাজার পাউন্ড বা ৬০ লক্ষ টাকা।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status