ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

ডিসিদের স্বরাষ্ট্রমন্ত্রী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত থাকুন

স্টাফ রিপোর্টার
২৭ জানুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে  ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা বলেছি- একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য ডিসিদের ভূমিকাই মুখ্য হবে। আমাদের তখন করণীয় কিছু থাকবে না। আমাদের মন্ত্রণালয়গুলো তখন কিছু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
সারা দেশে মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হতে ডিসিদের নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক মোকাবিলা করা একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা তিনভাগে ভাগ করে কাজ করছি। প্রথমত মাদকের চাহিদা কমানো।

বিজ্ঞাপন
এক্ষেত্রে ডিসিদের ভূমিকা অনেক। তারা মুখ্য ভূমিকা পালন করবেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় সব জায়গায় যেন তারা জনপ্রতিনিধিদের নিয়ে মাদকের চাহিদা কমানোর কার্যক্রমে সরব থাকেন। এটা না করতে পারলে আমাদের ২০৩০ ও ২০৪১ সালকে নিয়ে যে স্বপ্ন তা হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা জেলখানাগুলো আধুনিকীকরণ করতে যাচ্ছি। পাসপোর্ট ইমিগ্রেশনের ক্ষেত্রে একটা আধুনিক জগতে চলে গেছি। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে যদি বিজিবি গুলি করে বা গুলির ঘটনা ঘটলে তদন্ত হয় না। এক্ষেত্রে তদন্ত কীভাবে হবে? ডিসিরা নির্বাহী তদন্ত চেয়েছেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটার ব্যাপারে সিনিয়র সচিব উত্তর দিয়েছেন। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। মিয়ানমার সীমান্তে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। আপনি ও সরকার বার বার দাবি করেছেন সন্ত্রাসবাদকে আপনারা নির্মূল করতে সক্ষম হয়েছেন। কিন্তু আমরা ভিডিওতে দেখলাম পাহাড়ে বড় বড় অস্ত্র নিয়ে প্যারেড করা হচ্ছে। এটা কীভাবে সম্ভব হলো? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের এই পরিস্থিতি অনেকদিনের। এখানে অনেক দল-উপদল কাজ করে। প্রধানমন্ত্রী শান্তিচুক্তি করেছিলেন। চুক্তি করার পরও কয়েকটি গোষ্ঠী অস্ত্র জমা কিংবা আত্মসমর্পণ না করে মাঝেমধ্যে অতর্কিত চলে আসছে। তবে এর সঙ্গে সারা দেশে জঙ্গি উত্থানের কোনো সম্পর্ক নেই। আমরা জঙ্গি দমন করেছি। তবে শেকড় থেকে উঠিয়ে দিতে পারিনি। জঙ্গিরা সমতল থেকে পাহাড়ে চলে গিয়ে সেখানকার লোকদের সঙ্গে যোগাযোগ করছে। তবে আমরা তাদের সেখানকার ঘাঁটিটাও বিনষ্ট করে দিয়েছি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা, জঙ্গি কিংবা অভ্যন্তরীণ কোনো সংকট এক বিষয় নয়। আমি সব সময় বলে এসেছি রোহিঙ্গারা যদি দীর্ঘদিন এখানে থাকে তবে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে। প্রধানমন্ত্রীও সেটা বলেছেন। তারা যেকোনো মুহূর্তে সন্ত্রাসীদের মাধ্যমে প্রলুব্ধ হতে পারে। তাই তাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের অনেকেই এখন মিয়ানমারের ইয়াবা নামক মরণনেশা দেশে আনছে। রোহিঙ্গাদের অনেকেই এর সঙ্গে জড়িত। তাদের আমরা এক জায়গায় রাখার চেষ্টা করছি। কিন্তু ফাঁকফোকর দিয়ে তারা বাইরে চলে যাচ্ছে, নিজেরা খুনোখুনি করছে। এটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের এপিবিএন ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে। আমার মনে হয় সীমান্তের এক কোণে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেটার বিস্তার ঘটবে না। ডিসিসহ বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকে এক সঙ্গে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নানা সমস্যার কথা তুলে ধরেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।

আসাদুজ্জামান খান বলেন, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতা আছে। তারা এখন পরিপূর্ণ। এদিকে, ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে হবে। এজন্য যা যা করা প্রয়োজন তা করার জন্য ডিসিদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ডিসি এবং এসপিদের মধ্যে সমন্বয়হীনতার কোনো অভিযোগ নাই।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status