ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

লেকের পানিতে তলিয়ে গেলো দুই কিশোর

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

(১ বছর আগে) ২২ মে ২০২২, রবিবার, ১১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৮ অপরাহ্ন

কলকাতার লেক ক্লাবে রেগেটা অনুশীলনের সময় কালবৈশাখীর তাণ্ডবে নৌকো উল্টে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। ঘটনাস্থলে দাঁড়িয়ে কলকাতার মেয়র ববি হাকিম চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন যে পরিবেশবিদদের চাপে রবীন্দ্র সরোবরে ডিজেল চালিত উদ্ধার বোট বন্ধ করা হয়েছে। কিন্তু, এই ডিজেল চালিত উদ্ধার বোট থাকলে প্রাণ বাঁচতো সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস নাইন এর ছাত্র পুষণ সাধুখাঁ এবং ক্লাস টেন এর ছাত্র সৌরদীপ চট্টোপাধ্যায় এর। দুজনেই শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রবল কালবৈশাখীর ঝড়ে লেক ক্লাব এ রেগেটা অনুশীলনের সময় আরও তিনজনের সঙ্গে নৌকো উল্টে পানিতে পড়ে যায়। বাকি তিনজন সাঁতরে পাড়ে উঠলেও সন্ধান মেলেনি পুষণ ও সৌরদীপের। 

রাত সাড়ে সাতটা নাগাদ পুষণের এবং আটটা নাগাদ সৌরদীপের দেহ উদ্ধার হয়। ঢাকুরিয়ার আমরি হাসপাতালে তাদের পাঠালে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজনকেই আমরিতে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটার কিছু পরে মানবজমিন ঘটনাস্থলে গিয়ে দেখে লেক ক্লাব সংলগ্ন অঞ্চল কার্যত লণ্ডভণ্ড। নিষ্প্রদীপ এলাকা, উপড়ে পড়ে রয়েছে বড় বড় গাছ। লেক ক্লাব এর ভিতরে বসেছিলেন সাউথ পয়েন্ট স্কুল এর প্রিন্সিপাল আর এস ভট্টাচার্য।

বিজ্ঞাপন
বললেন, আমি এই ক্লাব এর ৫২ বছরের মেম্বার। এইরকম ঘটনা আগে কখনও ঘটেনি। কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল বৈশ্যনর চট্টোপাধ্যায় ছিলেন ক্লাবে। বললেন, নিছক দুর্ঘটনা। তবে, দুর্ভাগ্যজনক ঘটনা। 

রোববার লেক ক্লাবে আন্ত স্কুল রেগেটা চ্যাম্পিয়নশিপ ছিল। তাই অনুশীলন করছিলো স্কুল পড়ুয়া রোযাররা। হটাৎ আসা কালবৈশাখীর ঝড়ে, ঘন্টায় ৯০ কিলোমিটার হাওয়ার দাপটে মোট ছটি নৌকো উল্টে যায়। সবাই ফিরলেও আর ফেরা হয়নি পুষণ এবং সৌরদীপের। লেকের অতল জলের আহ্বানে তারা চিরতরে বিলীন হয়ে যায়।     

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status