ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ডা. দিলীপ কুমার

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৬ অপরাহ্ন

mzamin

মানবজমিন-এর পাঠকদের নিশ্চয়ই মনে আছে ডা. দিলীপ কুমার মহালনবীশ এর কথা? সেই ওআরএস আবিষ্কার্তা যিনি অবহেলায়, অবজ্ঞায় মৃত্যুবরণ করেছিলেন গত ১৬ই অক্টোবর কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে। মৃত্যুর কয়েকমাস পরে তিনি স্বীকৃতি পেলেন অবশেষে। ভারত সরকার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে ডা. দিলীপ কুমার মহালনবীশকে। গোটা বিশ্ব এর আগেই কুর্নিশ জানিয়েছে ওআরএস-এর আবিষ্কার্তাকে। নিজের দেশ অনেক দেরিতে স্বীকৃতি দিলো এই মহান আবিষ্কারককে যিনি তাঁর ওরাল রিহাইড্রান্ট সল্যুশন অথবা ওআরএস দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন ১৯৭১ এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বনগাঁ সীমান্তে কোটি কোটি মানুষের। ওআরএস-এর সাহায্যে প্রাণ বেঁচেছে বিশ্বের প্রায় সাত কোটি মানুষের। স্যালাইনের বদলি হিসেবে ছ চামচ চিনি ও আধা চামচ লবণ দিয়ে তৈরি এই ওআরএস লাইফ সেভিং ড্রাগ। এই আবিষ্কারের জন্যে ১৯৯৪ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাঁকে ফেলো নির্বাচিত করে রয়াল সুইশ একাডেমির বিজ্ঞান শাখার, আমেরিকা ২০০২ সালে তাঁকে পলিন পুরস্কার দেয়, থাইল্যান্ড ২০০৬ সালে দেয় প্রিন্স মহিদুল অ্যাওয়ার্ড। আর ভারত তাঁকে সম্মান জানালো তাঁর মৃত্যুর পরে। ডাঃ দিলীপ মহালনবীশ জানলেন না সেই কথা।

বিজ্ঞাপন
তিনি আজ যে লোকের বাসিন্দা তাতে কোনও সম্মানই তাঁকে ছুঁতে পারে না। তবু, বোধহয় সেই ইংরেজি আপ্ত বাক্যটি স্মরণ করা যায়- বেটার লেট দান নেভার।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status