ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

‘খেলা তো এখনো শুরু করিনি’

স্টাফ রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

দেশের রাজনীতির মাঠের খেলা এখনো সূচনা পর্বেই আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খেলা পুরোদমে শুরু হলে বিএনপি’র গণজোয়ার হারিয়ে যাবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী  লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা দাবি করে ওবায়দুল কাদের বলেন, খেলা তো এখনো শুরু করিনি। বিএনপি’র আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, হায়রে আন্দোলন! যত নেতা বাড়ে, যত জোট বাড়ে। বাড়তে বাড়তে ৫৪। জোয়ার যেটুকু ছিল, ঢেউ এসেছিল কিছু। সেই ঢেউ জোয়ার থেকে এখন ভাটা নেমে গেছে। আন্দোলন, গণঅভ্যুত্থান, সরকার পতন, জোট গঠন ভুয়া। সব ভুয়া মিলে ভুয়া।

বিজ্ঞাপন
বিএনপি ভুয়া। তাদের কথা লোকে আর বিশ্বাস করে না। ওবায়দুল কাদের বলেন, আমাদের জলিল ভাইয়ের (আবদুল জলিল) ট্রাম্পকার্ড দেখেছিলাম। ৩০শে এপ্রিল (২০০৪)। ফখরুল ইসলাম মনে করেছিলেন, আমি একটা লাল কার্ড দেখাইয়া দেই। আমাদের জলিল সাহেবের ট্রাম্পকার্ডের পরিণতি কী, আমরাও জানি। তখন আপনাদের আমল। ট্রাম্পকার্ডের পরে লাল কার্ড। ফলাফল শূন্য। ভুয়া।

 লাল কার্ড, সরকারের পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার... সবই ভুয়া। দেশে একদলীয় বাকশাল শাসন চলছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাকশালটা কী, ব্যাখ্যা করেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল কিন্তু একদল নয়। বাকশাল হচ্ছে জাতীয় দল। সব দলকে নিয়ে, সব মতকে নিয়েই বাকশাল। ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, লজ্জা করে না? জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন। প্রমাণ আছে। প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে বাকশালে যোগ দেয়, সে বাকশালকে আপনি একদলীয় বলছেন। ঢাকা মহানগর দক্ষিণের থানা-ওয়ার্ড কমিটিগুলো দ্রুত দিয়ে দেয়ার জন্য তাগিদ দেন ওবায়দুল কাদের। সভাপতি ও সাধারণ সম্পাদককে এক জায়গায় বসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, একজন বসবেন, আরেকজন না থাকলে অসুস্থ হয়ে যাবেন। এটা হবে না। দুইজন বসে কমিটিগুলো করেন। সামনে নির্বাচন। গণসংযোগ করতে হবে। সদস্য সংগ্রহ অভিযান করতে হবে। তাই এ বিষয়ে নজর দিতে হবে। সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ এখনো মাঠে নামে নাই, কেবল মহড়া দিচ্ছি মাত্র, তাতেই বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি’র কী হবে? গণঅভ্যুত্থান করতে মানুষ লাগে। কিন্তু বিএনপি’র সঙ্গে কোনো জনসম্পৃক্ততা নেই। আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন নিয়ে বিএনপি আবারো ষড়যন্ত্র করছে। 

কারণ, তারা জানে এ নির্বাচনে তারা হেরে যাবে। জঙ্গিবাদ, খুন, অত্যাচারসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল বিএনপি’র। তাই জনবিচ্ছিন্ন কাজের জন্যই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সভা সঞ্চালনা করেন। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম সহ ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। আমরা নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: পরে বিকালে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়কের নামে কোনো অস্বাভাবিক  সরকার আওয়ামী লীগ মানে না, মানবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। সময় কারও জন্য অপেক্ষা করে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নাকে খত দিয়ে বিএনপি নির্বাচনে আসে কিনা তা দেখার অপেক্ষায় আছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ  আপনাদেরই পদত্যাগ দাবি করবে আপনাদের নেতাকর্মীরা। 

সেতুমন্ত্রী বলেন, সারা দেশে আওয়ামী লীগ সংগঠিত, কিন্তু আমরা নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারণ এ বীরের দেশে বিশ্বাসঘাতকের অভাব নেই। আজকে বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। বিশ্বাসঘাতকদের যোগসাজশ না থাকলে তারা কোনোদিন সফল হবে না, হতে পারে না। ওবায়দুল কাদের বলেন,  ফখরুল বাকশালের বিরুদ্ধে কথা বলে। কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল সব দল ও মত নিয়ে গঠিত জাতীয় দল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন। কৃষক, শ্রমিককে ঘৃণা করে বিএনপি। সার ও মজুরির দাবিতে আন্দোলনে  কৃষক ও শ্রমিককে গুলি করে হত্যা করেছে বিএনপি। ৫৪ দল ৫৪ মত। ১০ তারিখে লাল কার্ড,  ট্রাম্পও কার্ড দেখলাম, পরিণতি ঘোড়ার ডিম। জনগণ ছাড়া গণআন্দোলন পৃথিবীর  ইতিহাসে কোথাও নেই। বাংলাদেশেও অবাস্তব উচ্চারণ করে লাভ নেই। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status