ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ জাতি গঠনের বিকল্প নেই - সালমান এফ রহমান

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ জাতি গঠনের বিকল্প নেই। যে জাতি যত বেশি প্রযুক্তিতে উন্নত, সেই জাতি তত বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তাই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ জাতি গঠনে শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড মাঠ পর্যায়ের জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি রয়েছে বলে বড় বড় প্রকল্পে তিনি বিশেষ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। তার নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকাল দোহার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সর্বশেষ একনেক সভায় দোহারের পদ্মা নদীর বাম তীরে বাঁধ নির্মাণের জন্য ২০১১ কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সালমান এফ রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে।

বিজ্ঞাপন
তাই সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ করেন। 
দোহার উপজেলার নারিশা খাল পুনঃখননের উদ্বোধনকালে প্রধান অতিথি সালমান এফ রহমান আরও বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে এই ৫টি খাল পুনঃখনন কাজ শেষ হলে আড়িয়াল বিলে পদ্মার পানি প্রবাহ বৃদ্ধি পাবে। ফলে ফসল উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। ‘এক ইঞ্চি কৃষি জমিও অনাবাদি রাখা যাবে না’ মর্মে প্রধানমন্ত্রীর যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে অনাবাদি চরাঞ্চলে ও পতিত জমিতে ফসল আবাদের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। পরে তালিকাভুক্ত কৃষকদের মধ্যে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহারের সহযোগিতায় নারিশা ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল-  গর্ভবতী মায়েদের জন্য সঞ্চয়ী মাটির ব্যাংক উপহার, যাতে তারা যেকোনো বিপদে এই সঞ্চয় দিয়ে জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে পারে। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে এক মাসের ওষুধ, নারিশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মালিকান্দা উপস্বাস্থ্য কেন্দ্রে ব্লাড প্রেসার এবং গ্লুকোজ পরিমাপক যন্ত্র সরবরাহ। নারিশা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার দোহার সার্কেল মো. আরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান, দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, উপজেলা কৃষি অফিসার মামুন ইয়াকুব, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান শিকদার খোকন, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, সমাজসেবক ইফতেখার আহমেদ হৃদয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ আনারকলি পুতুল, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ দোহার উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও দোহার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status