ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

‘আওয়ামী লীগ দেশে মাস্তানতন্ত্র নৈরাজ্য আর লুটপাটতন্ত্র চালু করেছে’

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, বুধবার
mzamin

‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নাম কোথাও থাকবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনও হবে না। আর শেখ হাসিনার অধীনে যখন নির্বাচন হবে না তখন আওয়ামী লীগও নির্বাচন করবে না’ বলে মন্তব্য করেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান। নাসের রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে না এমন না যে; তারা ঘরের মধ্যে বসে আছে। আওয়ামী লীগ নির্বাচন করবে না কারণ তাদের ঘরের মধ্যে পাওয়া যাবে না। তখন কোনো স্থানে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। আমাদের গ্রামেগঞ্জে বহুধরনের গুহা-টোহা, বনজঙ্গল থাকে। এ বনজঙ্গলে হয়তো আওয়ামী লীগারদের পাওয়া  যেতে পারে বলে যোগ করেন তিনি। গতকাল বিকালে সমর্থন ফাউন্ডেশনের আয়োজনে মুন্সিবাজার ইউনিয়নে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মুন্সিবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশ ও কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের, জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, রাজনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কবির মিয়া, রাজনগর উপজেলা সভাপতি মো. জিতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাছ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ, ওয়ার্ড মেম্বার নূরুল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন
 জেলা বিএনপি’র সভাপতি নাসের রহমান আরও বলেন, ‘কয়েকদিন আগে আমেরিকার একজন উপ-মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসে গেছেন। স্ক্রু টাইট যেভাবে মারে সেভাবে তিনি শেখ হাসিনাকে স্ক্রু টাইট দিয়ে চলে গেছেন। ডোনাল্ড লু বলে গেছেন আমরা কোনো দলের পক্ষে এখানে আসিনি। আমরা এসেছি আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু যাতে হয় সেভাবে আমরা চিল পাখির মতো আপনাদের দিকে তাকিয়ে থাকবো।  আর যদি কোনোরকমের হেরফের হয় এ নির্বাচন আমরা প্রত্যাখ্যান করবো। এও বলে গেছেন শেখ হাসিনাকে আমাদের উপদেশ হলো আপনি ক্ষমতা ছেড়ে যেন নির্বাচনটা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো শর্তও দিয়ে গেছেন; যেগুলো সরকার মানতে হবে’।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status