ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

আর্থিক সংকটে আপাতত বাতিল ইভিএম প্রকল্প

স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

বৈশ্বিক প্রেক্ষাপট ও দেশের আর্থিক সংকটের বিবেচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার নতুন প্রকল্পটি আপাতত স্থগিত করেছে সরকার। সোমবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। এতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনায় হোঁচট খেলো নির্বাচন কমিশন। তবে ইসি’র হাতে এই মুহূর্তে যে ইভিএম আছে, তা দিয়ে ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি চলবে বলে জানান ইসি সচিব। 
গতকাল দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ইলেকট্রনিক ভোটিং মেশিন ক্রয় ও অন্যান্য কার্যক্রমের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছিল। ইভিএম প্রকল্পের বিষয়ে আমরা গতকাল (গত রোববার) পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত পেয়েছি। সিদ্ধান্তের ভাষা হচ্ছে-নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকল্পটি এই মুহূর্তে না হলেও বাতিল হয়নি বলে জানান এই সচিব। 
প্রকল্প না হলে কতোগুলো আসনে ইভিএমে ভোট হবে-এমন প্রশ্নের জবাবে কমিশনের পূর্বের সিদ্ধান্ত উল্লেখ করে সচিব বলেন, নির্বাচন কমিশন তার রোডম্যাপে বলেছিল, যদি নতুন ইভিএম কিনতে পারে তাহলে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোট হবে। নতুন ইভিএম না পেলে বিদ্যমান ইভিএম দিয়ে যতগুলো আসনে ভোট করা সম্ভব সেটা করা হবে। এই সিদ্ধান্ত আগেই জানিয়েছি। এখনো সেটা বহাল আছে।

বিজ্ঞাপন
পরবর্তী সিদ্ধান্তগুলো কমিশন জানিয়ে দেবে বলেও উল্লেখ করেন তিনি। আর্থিক সক্ষমতা থাকলে ভবিষ্যতে এ প্রকল্প আবার গ্রহণ করা হতে পারে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে হবে কী হবে না সেটা কমিশন বলতে পারবেন।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status