ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি

পুলিশের ধাওয়ায় রাস্তা ছাড়লো আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর তাদের সরিয়ে দেয়া হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তবে পুলিশের দাবি ধাক্কাধাক্কি হলেও কাউকে আঘাত করা হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা সড়কের একপাশে অবস্থান নেয়। কিন্তু দুপুর দেড়টার দিকে স্মারকলিপি নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ আন্দোলনকারীদের প্রতিনিধিদলকে স্মারকলিপি নিয়ে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা সবাই একসঙ্গে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বাকবিতণ্ডার একপর্যায়ে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

বিজ্ঞাপন
আন্দোলনের আহ্বায়ক আলভী মাহমুদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছিলাম। এ সময় পুলিশ এসে আমাদের বাধা দেয়। তারা আমাদের প্রায় ২-৩ ঘণ্টা আটকে রাখে। একপর্যায়ে আমাদের মারধর শুরু করে। তার দাবি, পুলিশের হামলায় প্রায় ১৫ জন আহত হয়েছে। এমনকি তিনি নিজেও আহত হয়েছেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শাহবাগ থানা পুলিশ জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেক বুঝানো হয়েছে। আমরা তাদের একটি প্রতিনিধি টিমকে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে বলেছিলাম কিন্তু তারা সেভাবে না গিয়ে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। এরপর পুলিশ তাদের সরিয়ে দেয়। কাউকে আঘাত করা হয়নি।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status