ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

১৮ই ফেব্রুয়ারি পবিত্র শবেমেরাজ

স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার

আগামী ১৮ই ফেব্রুয়ারি পবিত্র শবেমেরাজ উদ্‌যাপিত হবে। দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় এমন সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা ক?মি?টির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। এরপর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, ২৯শে জমাদিউস সানি ১৪৪৪ হিজরি, ৯ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি ২০২৩ খ্রি. সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গে?ছে। এজন্য মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ২৬শে রজব ১৪৪৪ হিজরি,  ১৯শে ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ উদ্‌যাপিত হবে। রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে।

বিজ্ঞাপন
এ মাসের বড় বৈশিষ্ট্য হলো- এ মাস আল্লাহ্‌ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status