ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

রাজনের মুক্তি দাবি

সিলেটে আজ থেকে পরিবহন শ্রমিকদের লাগাতার কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ জানুয়ারি ২০২৩, সোমবার

কারাবন্দি শ্রমিক নেতার মুক্তি না হওয়ায় সিলেটে আজ থেকে কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। সিলেট জেলায় এই কর্মবিরতি পালন করা হবে। এ কারণে সিলেট জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কারাগারে থাকা ওই শ্রমিক নেতার নাম আলী আকবর রাজন। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আলী আকবর রাজন শ্রমিক নেতার পাশাপাশি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ২০১৮ সালের জ্বালাও- পোড়াওয়ের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় তাকে গত ৭ই ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, ‘সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের বারবার জামিন চাওয়া হলেও আদালত তাকে জামিন দিচ্ছেন না।

বিজ্ঞাপন
তাকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিনে বাধা দেয়া হচ্ছে। ইতিমধ্যে রিকাবীবাজারে ভাঙচুর মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। এ ছাড়া আরও নতুন মামলায় আসামি করার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে গত ১১ই জানুয়ারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে যে, ২২শে জানুয়ারি তাকে জামিন না দিলে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে জামিন না দেয়ায় আমরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি।’

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status