ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

লস অ্যানজেলেসে গুলিতে নিহত ১০

মানবজমিন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, সোমবার

লুনার নিউ ইয়ার বা নতুন চন্দ্রবর্ষ উদ্যাপনের আনন্দ বেদনায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে মনিটারি পার্কে এই অনুষ্ঠানে গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গুলিবিদ্ধ কমপক্ষে ১০ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল। এর মধ্যে একজনের অবস্থা ছিল সংকটজনক। শনিবার স্থানীয় সময় রাত ১০টায় এ ঘটনা ঘটে লস অ্যানজেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে ওই পার্কে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, সিএনএন। চীনের নতুন চন্দ্রবর্ষ উপলক্ষে উৎসবে সেখানে আগেভাগেই জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ। লস অ্যানজেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট বলেছে, একটি বলরুমের ড্যান ভেন্যুতে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। সঙ্গে সঙ্গে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন
রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছিল। কি উদ্দেশ্যে গুলি করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি কিছু। 
এ সময় সেখানে প্রকৃতপক্ষে কতোজনকে গুলি করা হয়েছে তা পরিষ্কার জানা যায়নি। এ ঘটনায় কোনো মন্তব্য করেনি পুলিশ। কাউকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে কিনা তাও জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখা যায়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিন জন মানুষ দৌড়ে তার রেস্তরাঁয় প্রবেশ করেন এবং তাকে দরজায় তালা দিতে বলেন। কারণ, বাইরে এক ব্যক্তি মেশিনগান হাতে অবস্থান করছিল। 
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিনে বার্ষিক ভিত্তিতে সেখানে নতুন চন্দ্রবর্ষ উদ্যাপন করা হয়। এর আগে সেখানে কমপক্ষে এক লাখ মানুষ সমবেত হয়েছিল। শনিবার রাতের ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৯টায়। মনিটারি পার্ক এলাকায় জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এর মধ্যে বেশির ভাগই এশিয়ান। লস অ্যানজেলেস সিটি কন্ট্রোলার কেনেথ মেজিয়া এক টুইটে বলেছেনÑ মনিটারি পার্কে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। 
এমন হৃদয়বিদারক ঘটনার পর মনিটারি পার্কে রোববারে নতুন চন্দ্রবর্ষ উদ্যাপন বাতিল করা হয়। সেখানে রোববার পর্যন্ত এই উৎসব চলার কথা ছিল।

 

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status