খেলা
তাসকিনের ট্রেনারের শরণাপন্ন সাকিব
স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২২, রবিবার
গতকাল বিকালে হঠাৎ করেই সাকিব আল হাসান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন। দলের সঙ্গে থাকলেও মিরপুরে আসেন নতুন কেনা বিএমডব্লিউ গাড়িটি নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের আগে গতকাল বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই অনুশীলন করে গেছেন ব্যক্তিগত ভাবে। তবে সাকিব আসেন সবার পরে বিকালের দিকে। এসে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি চলে যান মাঠে। গতকাল তিনি ব্যাট-বল হাতে তুলে নেননি। লম্বা সময় ধরে করেছেন ফিটনেস ট্রেনিং। এই সময় তার সঙ্গে অবশ্য ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ট্রেনার। ফিটনেস ট্রেনিংয়ের সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত ট্রেনার দেবাশিষ ঘোষ।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে সাকিবের খেলা নিয়ে ছিল দারুণ অনিশ্চয়তা। ১০ই মে তার করোনা পজেটিভ ধরা পড়ে যক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর। বিসিবি আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় লঙ্কার বিপক্ষে সাকিবের প্রথম টেস্ট খেলা হচ্ছে না। এমনকি শঙ্কা ছিল দ্বিতীয় ম্যাচ খেলা নিয়েও। তবে নাটকীয়ভাবে ম্যাচের ২ দিন আগে করোনা নেগেটিভ হয় তার। একদিন আগে মাঠে ৩০ মিনিট অনুশীলন করে নামেন টেস্ট খেলতে। বল হাতে ৩৯ ওভার করে ৬০ রান দিয়ে নিয়ে নেন ৩ উইকেট। এরপর ব্যাট হাতে নেমে করেন ২৬ রান। এবার ঢাকা টেস্টে মাঠে নামার আগে নিজেকে ফিট করতে গতকাল ব্যক্তিগত ট্রেনার নিয়ে কাজ করেন।