ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

চীনের বিজ্ঞানীর বিস্ফোরক দাবি: কোভিড আক্রান্ত হয়েছেন ৮০ ভাগ নাগরিক

মানবজমিন ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, রবিবার

আগামী দুই বা তিন মাসের মধ্যে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। কারণ ইতিমধ্যে দেশের ৮০ শতাংশ     
মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির এক প্রখ্যাত সরকারি  বিজ্ঞানী এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে সিএনবিসি।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক পোস্টে এমন পোস্ট দিয়েছেন উ জুনিউ নামের ওই বিজ্ঞানী। তিনি দাবি করেন, চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের চলাচল বাড়লে মহামারি আরও দ্রুত ছড়িয়ে পড়বে। এই সময় কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে অদূর ভবিষ্যতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 
কোটি কোটি চীনা নাগরিক চন্দ্র নববর্ষের ছুটিতে পরিবারের সঙ্গে পুনর্মিলিত হওয়ার জন্য এক শহর থেকে অন্য শহর যাচ্ছেন। সম্প্রতি দেশটিতে কোভিড বিধি-নিষেধ শিথিল করার পর দেশটিতে করোনার ব্যাপক প্রাদুর্ভাব শুরু হয়েছে। গ্রামাঞ্চলগুলোতে এতদিন সংক্রমণ কম থাকলেও এখন সেখানেও কোভিড ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা বলেন, চীনে জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে কোভিড রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।

বিজ্ঞাপন
সরকারি তথ্য অনুযায়ী, চীন হঠাৎ করে শূন্য-কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাসে কোভিডে আক্রান্ত প্রায় ৬০ হাজার জন রোগী হাসপাতালে মারা গেছেন। 
তবে কিছু বিশেষজ্ঞের মতে, এই সংখ্যা বাস্তবের তুলনায় অনেক কম। যেসব রোগী বাড়িতে মারা গেছেন তাদের কোনো হিসাব নেই চীন সরকারের কাছে। এছাড়া অনেক চিকিৎসক অভিযোগ করেছেন, কোভিড মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করতে বাধ্য হয়েছেন তারা।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status