ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিনব ছিনতাই, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
mzamin

পাবনার বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স পড়ুয়া শিক্ষার্থী, এরা সবাই মেধাবী ও বিচক্ষণ। এই মেধাবীরাই ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় ছিনতাই করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী পাবনা শহরের বিভিন্ন বাসায় ভিন্ন ভিন্ন্ন পরিচয়ে গিয়ে ছিনতাই করতেন। শিক্ষার্থী ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।  গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামে মৃত জমশের আলীর ছেলে মো. লিখন হাসান (২৪)।  লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল কাফির ছেলে মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী অনিক (২২)। সে পাবনা  সরকারি এডওয়ার্ড কলেজে  ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অপরজন পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের মো. হাতেম আলী মণ্ডলের ছেলে মো. আবুল বাশার (২১), বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস কোচিং-এ অধ্যায়নরত। মাসুদ আলম জানান,  গত ১০ই জানুয়ারি এই চক্র পাবনা শহরের একটি বাসায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করে।

বিজ্ঞাপন
বাসার সদস্যরা তাদের আচরণে সন্দেহজনক মনে করে ভিডিও ধারণ করতে গেলে তারা পালিয়ে যান। পরের দিন ১১ই জানুয়ারি দুপুরে পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। এইসব ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্যপ্রযুক্তি ও সিটিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ  থেকে নগদ ৩১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও আসামিদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও জানান, ভারতীয় টিভি শো ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় এইসব অপরাধ করার কৌশল শিখেছে তারা। কীভাবে এবং কেন এই অপরাধের সঙ্গে জড়িয়ে গেল সেটা জানতে  তাদের রিমান্ডের আবেদন করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status