ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সিলেটে মন্ত্রী চলে আসার পর ত্রাণ নিয়ে কাড়াকাড়ি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

(১ বছর আগে) ২১ মে ২০২২, শনিবার, ৩:০৪ অপরাহ্ন

mzamin

সিলেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ত্রাণ বিতরণ করে চলে আসার পরপরই কোম্পানীগঞ্জে ত্রাণ নিয়ে কাড়াকাড়ি হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
কোম্পানীগঞ্জে এবার পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। 

শনিবার দুপুরে কোম্পানীগঞ্জে ত্রান বিতরন করতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি স্থানীয় থানা বাজারে ত্রাণ বিতরণ শেষে ফিরে আসেন। এরপর ত্রাণ নিয়ে উপস্থিত বন্যার্ত
লোকজনের মধ্যে কাড়াকাড়ির ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। তবে- কেউ আহত হননি। 
স্থানীয়রা জানান- প্রায় ৫০ হাজার লোক পানিবন্দি থাকলেও মন্ত্রী যে ত্রাণ নিয়ে গিয়েছিলেন সেটি ছিলো অপপ্রতুল। মন্ত্রী চলে আসার ত্রাণ নিতে মানুষজন কাড়াকাড়ি শুরু করেছিলেন। 

মন্ত্রী দুপুরে থানা বাজার এলাকায় ৩০ জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। তখন ওখানে ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন কয়েকশ’ মানুষ। মন্ত্রীর পক্ষ থেকে কোম্পানীগঞ্জের ৬টি ইউনিয়নে মাত্র ১৩০টি ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়।

এদিকে- ত্রাণ বিতরণ করার আগে মন্ত্রী বলেন- ‘আপনারা নিশ্চিত থাকেন; আপাতত কষ্টের মধ্যে আছেন।

বিজ্ঞাপন
কিন্তু সরকার আপনাদের পাশে আছে। ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই।’

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status